প্রত্যক্ষ ভাবে উপলব্ধি করা যাবে না ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, জানালেন সৌরভ গাঙ্গুলী
এ বছর দেওয়ার হবেনা সাধারণ মানুষদের কোনো টিকিট

তিয়াসা মিত্র : ক্রিকেট প্রেমীদের কাছে রোমাঞ্চকর খেলা গুলির মধ্যে একটি হলো ওয়েস্টইন্ডিজের সাথে ইন্ডিয়ার খেলা জাফরায়ে প্রতি ক্রিকেট প্রেমী স্টেডিয়ামে বসে সামনে থেকে দেখতে পছন্দ করেন। কিন্তু এইবার তা আর হবে না স্পষ্ট জানিয়ে দিলো ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন ,” ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে তিনি একটু আপস করতে চান না।” সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, “সরকারি ভাবে জানিয়ে দিতে চাই, আমরা ইডেন গার্ডেন্সে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য কোনও দর্শককে প্রবেশ করতে দিচ্ছি না। সাধারণ মানুষকে কোনও টিকিট দেওয়া হবে না। শুধুমাত্র সিএবি আধিকারিক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অনুমতি দেওয়া হবে।”
সৌরভ আরও বলেছেন, “দর্শকদের প্রবেশের অনুমতি দিয়ে ক্রিকেটারদের সুরক্ষার সঙ্গে আপস করতে পারব না। আজীবন সদস্য বা সহযোগী সদস্যদের জন্য যে স্ট্যান্ড, সেখানেও কোনও টিকিট দেওয়া হবে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের ছাড়পত্র আমরা পেয়েছি। কিন্তু বিসিসিআই ক্রিকেটারদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না।”