Big Story

প্রথম দিনেই লোকালগুলিতে বিধিভঙ্গ, ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়

সপ্তাহের প্রথম দিনই চাপ বাড়লো ট্রেনগুলিতে

সায়ন দেবসিংহ : রবিবার লোকাল ট্রেন চালু হওয়ার পর সোমবারই সাধারণের লাগামহীন ভিড় দেখা গেলো স্টেশনগুলিতে। নিয়মবিধি রক্ষার জন্য স্টেশনগুলোতে পুলিশ মোতায়েন করা হলেও তা খুব একটা কাজে দেয়নি। পুলিশদের অনেকেই বলছেন “এটা তো হওয়ারই ছিল!”

প্রায় ছ’মাস পর ট্রেন চলাচল শুরু হলো। ‘স্টাফ স্পেশ্যাল’-এ উঠে এতদিন যাত্রীদের যাতায়াত করতে দেখা গেলেও সরকারি ভাবে রবিবার থেকেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু হয়েছে। কিন্তু ৫০ শতাংশ যাত্রী কিভাবে উঠবে ট্রেনে! কিভাবে রেল কতৃপক্ষ নিয়ন্ত্রণ করবে তা নিয়ে আশঙ্কা ছিল। সোমবার সেই আশঙ্কাই সত্যি হলো। শিয়ালদহ, হাওড়া-সহ বড় কয়েকটি স্টেশনে রেলকর্মীদের মাস্কহীন যাত্রীদের ধরে জরিমানা করতে দেখা গেলেও সেই সংখ্যা বিধিভঙ্গকারী যাত্রীদের তুলনায় অনেক কম।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: