আগামী সাতদিনের মধ্যে রেলের টিকিট বুকিং করতে চান? জেনে নিন এই গুরুত্বপূর্ণ তথ্যটি
খুব শীঘ্রই সকল স্পেশাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হবে

মধুরিমা সেনগুপ্ত : আর স্পেশাল ট্রেনের বাড়তি টাকা গুনতে হবেনা যাত্রীদের। খুব শীঘ্রই সকল স্পেশাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। অতিমারীর ধাক্কা সামলে ফের স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। ফলে স্পেশাল ট্রেনের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না যাত্রীদের। করোনাকালে স্বাভাবিকের থেকে ৩০ শতাংশ বেশি টাকা দিয়ে স্পেশাল ট্রেনে চাপতে হতো যাত্রীদের। এখন স্বাভাবিক ট্রেন চলাচলের ফলে ওই অতিরিক্ত ভাড়াটাও আর দিতে হবে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ফের পুরনো অবস্থায় ফিরবে দূরপাল্লার পরিষেবা। সেই পরিষেবা শুরুর জন্যই রবিবার অর্থাৎ ১৪ নভেম্বর থেকে শুরু করে আগামী সাত দিন রাতে ছ’ঘণ্টার জন্য টিকিট সংরক্ষণ ব্যবস্থা বন্ধ রাখা হবে। রাত ১১টা থেকে ভোর ৫.৩০ মিনিট পর্যন্ত অফলাইন এবং অনলাইনে বন্ধ রাখা হবে পিআরএস বা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম। এই সময়ের মধ্যে কোনো টিকিট তো কাটা যাবেই না, এমনকি টিকিট বাতিল বা টিকিট রিজার্ভেশন সংক্রান্ত খোঁজখবর নেওয়াও যাবে না।