পর্যায়ক্রমে খুলবে স্কুল, এমনি পরিকল্পনা রাজ্য সকারের, জানালেন শিক্ষা মন্ত্রী
" আমরা পুরো স্কুল ধাপে ধাপে খোলার পরিকল্পনাতে কাজ করছি"- ব্রাত্য বসু

তিয়াসা মিত্র : এই বাড়ে স্কুল খোলা নিয়ে সরব হয়েছে অভিভাবকদের এক বড়ো অংশ। তারা চাইছে পড়ুয়ারা তাদের নিয়মিত জীবনে ফিরে যাক , সেই নিয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান – ” প্রাথমিক পঠনপাঠনের নয়া উদ্যোগ হিসাবে তুলে ধরা হচ্ছে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পকে। এর ফলে ৬০ লক্ষের বেশি পড়ুয়া উপকৃত হবে বলে দাবি তাঁর। তার মধ্যেই স্কুল খোলার প্রশ্নে ব্রাত্য জানান, প্রাইভেট স্কুলগুলিও যদি এই উদ্যোগে অংশ নিতে চায়, তাদের স্বাগত। “
সোমবার এক সাংবাদিক সভাতে তিনি বলেন, যাতে স্কুল খুলে আবার স্কুল না বন্ধ করতে হয় সেই দিকে নজর রাখা বেশি জরুরি অর্থাৎ যাতে গোষ্ঠী সংক্রমণ না হয়ে পরে। ওনার কথা মতন এলাকা এলাকাতে শুরু হবে ” পাড়ায় শিক্ষালয়” প্রকল্প। তবে আসল স্কুল কবে খুলবে সেই নিয়ে তিনি কিছু বলেননি, জানিয়েছেন এই বিষয়ে বিশেষ নজর রেখে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর সাথে তিনি বলেন , অভিবাভকরা যাতে বিচলিত না হয়ে পরে। টিকা করণের বিষয়ের ওপর নজর রেখেই ধাপে ধাপে স্কুল খোলা হবে।