নিম্নচাপের জেরে স্বস্তি ফিরবে শহরজুড়ে
আগামীকাল অর্থাৎ রবিবার সন্ধ্যের পর থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বজায় থাকবে বলেই অনুমান করছে আবহাওয়াবিদরা।

পল্লবী কুন্ডু : অস্বস্তিকর ভেপসানি গরমে নাকাল শহরবাসী। এমতাবস্থায় স্বস্তি কি মিলবে ? আজ অর্থাৎ শনিবার বেলা থেকেই মেঘলা হয়েছে আকাশ। সাথে তাপমাত্রাও কমেছে কিছুটা। তাহলে কি বলছেন আবহাওয়াবিদরা চলুন জেনে নেওয়া যাক।আগামীকাল অর্থাৎ রবিবার সন্ধ্যের পর থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বজায় থাকবে বলেই অনুমান করছে আবহাওয়াবিদরা।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে রবিবার ফের নয়া নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল আর এই নিম্নচাপের ফলেই থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনাও।
বর্তমান নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুত্ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া সহ ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উ ২৪ পরগণাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে ও মঙ্গলবার উত্তরবঙ্গে অতিভারী বর্ষণের কমলা সর্তকতা। পাশাপাশি আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জারি থাকছে হলুদ সতর্কতা।
আজ সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তিতে দিন কাটচ্ছে রাজ্যবাসীর।তবে বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে।রাতের দিকে কিছুটা ঠাণ্ডা হলেও সকাল থেকে ফের বাড়বে তাপমাত্রা জানাচ্ছে হাওয়া অফিস।দু-এক পশলা বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সর্তকতা।এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৮০ শতাংশ।বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।তবে চাতকের নজর আকাশের দিকেই !