Culture

নিম্নচাপের কালো মেঘ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

পল্লবী কুন্ডু : আকাশের মুখ ভার। সাদা পেঁজা তুলোর মেঘকে ঢেকে ফেলে নিম্নচাপের কালো মেঘ। ফলে প্রকৃতির সাথে সাথে মন ভার শহরবাসীর। সামনেই পুজো, দীর্ঘ দিনের বন্দিদশা কাটিয়ে সকলেই চায় খোলা বাতাসের আস্বাদ পেতে। পাশাপাশি তারা এটাও বলছে যে, যত বৃষ্টি তা যেন পুজোর আগেই শেষ হয়। পুজোর আনন্দের সেই তৃপ্তির সাথে কোনোরকম কম্প্রোমাইসে যেতে নারাজ সকলেই। তবে আবহাওয়া দপ্তর যা বলছে তাতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টি চলবে।যদিও পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানায়নি আলিপুর।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে এখন সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সপ্তাহ শেষে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টি।আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।

দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আগামী কয়েকদিনে বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। এই নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে। এর প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুত্‍-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার জেড়ে পাশাপাশি উপকূল-এও সতর্কবার্তা জারি করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: