দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও রেহাই নেই উত্তরবঙ্গে
সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার সাথে রোদ ঝলমলে আবহাওয়া।

পল্লবী কুন্ডু : দিক পরিবর্তন করেছে নিম্নচাপ।সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার সাথে রোদ ঝলমলে আবহাওয়া। তবে কিছু জায়গায় বিক্ষিপ্ত পরিমান বৃষ্টির দেখা মিলেছে।পাশাপাশি দিনের শেষে খানিক বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।বর্তমান নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুত্ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া , ঝাড়গ্রাম , বাঁকুড়া , দুই মেদিনীপুর , পূর্ব বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদ , দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।
কিন্তু বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে আজও। তবে বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে।আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ১০০ শতাংশ।তবে নিম্নচাপের বর্তমান অবস্থান বলতে গেলে, বর্তমানে নিম্নচাপ উত্তর প্রদেশ ও বিহার সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে। তবে ধীরে ধীরে নিম্নচাপ উত্তর – উত্তরপূর্ব দিকে সরে যাবে বলে জানা গেছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কমলেও ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে উত্তরবঙ্গে।
তবে রেহাই নেই উত্তরবঙ্গে। নিম্নচাপের জেরে আজও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার ও কোচবিহার সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে সতর্কতা।ফলে বিপদের মুখে উত্তরবঙ্গ।