করোনা আপডেট : এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রাজ্য ?
শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৯৪ জন।

পল্লবী কুন্ডু : সংক্রমণের গতি ক্রমশ উর্ধমুখী। পুজোর ঠিক আগের মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতি ঠিক কি বলছে চলুন একবার দেখে নেওয়া যাক। পরিসংখ্যান যা বলছে তাতে সংক্রমণের হারে ফের রেকর্ড গড়লো রাজ্য। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা ভাইরাসে(corona vairus) আক্রান্ত হয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। তবে সুস্থও হচ্ছেন বহু মানুষ। শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭৪ হাজার ৭৫৭ জন।
স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে প্রতি মিলিয়ন জনসংখ্যায় ৪৩ হাজার ৩৮১ জনের করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে সরকারি, বেসরকারি মিলিয়ে ৯২টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। চলতি সপ্তাহে ৪টি ল্যাবে পরীক্ষা চালুর অনুমতি মিলেছে। এখনও ১টি ল্যাব অনুমতি অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, এইমুহূর্তে হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২ হাজার ৩৮৫টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১ হাজার ২৪৩টি। এছাড়া ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৭৯০টি শয্যায়৷ ২৪ ঘণ্টায় মৃত ৬২ জনের মধ্যে উত্তর ২৪ পরগনার ১৯ জন, কলকাতার ১৩ জন, হাওড়ার ৫ জন, পূর্ব বর্ধমানের ৪ জন, পশ্চিম বর্ধমানের ৪ জন রয়েছেন।পুজোর পরবর্তী পরিস্থিতিতে এই বেড সংখ্যা আদৌ পর্যাপ্ত হবে তা অবশ্য সময় বলবে।
এই মুহূর্তে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৩ হাজার ছাড়াল। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৩ হাজার ১৮৮। বাংলায় কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৩১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬১ জনের। রাজ্যে সক্রিয় করোনা রোগী ৩২ হাজার ৫০০।পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের এদিনের বুলেটিনে জানানো হয়েছে, বাংলায় সুস্থতার হার ৮৭.৭৩ শতাংশ।