Weather

আবহাওয়ার খামখেয়ালীতে বাড়ছে অসস্থি, সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রীর ওপরে

শহর জুড়ে আর্দ্রতা জনিত অস্বস্তি, ভ্যাপসা গরম, উৎপত্তি জ্বর-সর্দি-কাশির

পল্লবী কুন্ডু : শীতের আমেজ শুরু হয়ে গেলেও, ঠান্ডা এখনো অনুভূত হচ্ছেনা বরং বেলা বাড়ার সাথে সাথে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। ফলে আবহাওয়া(Weather)র খামখেয়ালীর ফলে বাড়ছে অসস্থি। শহর জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা এখন ২০ ডিগ্রীর ওপরে। যার ফলে শহর জুড়ে আর্দ্রতা জনিত অস্বস্তি, ভ্যাপসা গরম। বেলা হলেই রোদের ঝলকানি, যার ফলে শীত উধাও কিন্তু আবার রাতের দিকে ভোরের দিকে কিছুটা ঠান্ডা অনুভূত হয়। আর এরকম ঠান্ডা-গরমের কারণে উৎপত্তি জ্বর-সর্দি-কাশির।

তবে আবহাওয়ার পূর্বাভাস যে বলছে অন্যকথা। এখন শহরের তাপমাত্রা ৩১ ডিগ্রীর মতো, সাথে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯%। আগামী কয়েকদিন এমন শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর (Weather Department),এর জেরেই বহাল থাকবে অসস্থিকর পরিস্থিতি। তবে শোনা যাচ্ছে যে, এবারে শীতের মধ্যেও ঘূর্ণাবাতের সৃষ্টি, যার ফলেই এই তাপমাত্রা বৃদ্ধি। আর এটিই বাধা হয়ে দাঁড়াচ্ছে ঠান্ডা পড়তে। এখন রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি হলেও, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশা, যার প্রভাব নাকি কমবেশী পরবে উত্তরবঙ্গেও। অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড সব জায়গায় এই ঘন কুয়াশার প্রভাব পরবে বলে জানা গেছে।

দক্ষিণের রাজ্যগুলোতে ঘূর্ণাবাত ও মৌসুমী বায়ুর প্রভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে, তামিলনাড়ু, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, কর্ণাটক সব জায়গায় এই বৃষ্টি চলবে হালকা মাঝারি। এদিকে উত্তরের বিভিন্ন জায়গায় কাশ্মীর, হিমাচল প্রদেশ সব জায়গায় তুষারপাতের সম্ভাবনা আছে। এদিকে উত্তর পশ্চিম ভারতে ফের এক পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে বলে জানিয়েছে মৌসম ভবন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: