পুজোর আগে মানুষের ভিড় সামাল দিতে রবিবারেও মেট্রো চালু করার নয়া পরিকল্পনা
পাশাপাশি যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে সকাল ৮ টার বদলে সাড়ে ৭ টায় পরিষেবা চালু নিয়ে কথা চলছে।

পল্লবী কুন্ডু : মেট্রো শুরু হওয়ার প্রাথমিক অবস্থায় নয়া পদ্ধতির সাথে থিতু হতে বেশ কিছুটা সময় লেগেছিলো সাধারণ মানুষের। তবে ধীরে ধীরে তারা সকলেই মানিয়ে নিয়েছে পরিস্থিতির সাথে।তাই জন্যই এবার চাহিদাও বাড়তে শুরু করেছে।আর এই চাহিদার কথা মাথায় রেখেই পুজোর আগে এবার রবিবারেও মেট্রো চালু পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো। আগামী রবিবার থেকে সেটা চালুর চেষ্টা চলছে।
পাশাপাশি যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে সকাল ৮ টার বদলে সাড়ে ৭ টায় পরিষেবা চালু নিয়ে কথা চলছে।অন্যদিকে ই-পাস প্রস্তুতকারী সংস্থার কর্ণধার সফটওয়ার ডেভলপার সঞ্জয় চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখন ই-পাসের স্লটে ১ ঘন্টার সময় দেওয়া হয়েছে। এটা ৪৫ মিনিটে নামিয়ে আনলে সকালে ও বিকালে চার ঘন্টায় ৪ টের পরিবর্তে ৫ টি স্লট বের করা সম্ভব হবে।
আগের তুলনায় এখন ধীরে ধীরে বাড়ছে যাত্রীসংখ্যা। তাই এবার গাড়ির সংখ্যাও বাড়াচ্ছে রেল।গত শনিবার ছুটির দিন হওয়া সত্বেও কলকাতা মেট্রোয় যাত্রীর সংখ্যা ছিল ৩৬ হাজারেরও বেশি। তাই ভিড় নিয়ন্ত্রণে রাতের পরিষেবা সাড়ে ৭ টায় করে দেওয়া হয়েছে। এছাড়াও ই-পাস নিয়েও রয়েছে পরিবর্তনের ভাবনা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে অধিকারিকেরাও জানাচ্ছেন যে, পুজো যত এগিয়ে আসবে মেট্রোতে ভিড় ততই বাড়ছে, তাই সেই ভিড় সামাল দিতেই রবিবারেও মেট্রো চালু করার সিদ্ধান্ত নিচ্ছে রেল কর্তৃপক্ষ।