
মধুরিমা সেনগুপ্ত: করোনা টিকা নেওয়ার কতদিন পর নিতে পারবেন বুস্টার ডোজ? সবিস্তারে জানালেন ভারত বায়োটেকের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর ডঃ কৃষ্ণ এল্লা। তিনি জানান কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার ছয় মাস পরই বুস্টার ডোজ নেওয়ার আদর্শ সময়। তিনি আরও জানান, কবে থেকে বুস্টার ডোজ নেওয়া শুরু হবে সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।
এই মুহূর্তে নাকের মাধ্যমে নেওয়া যায় এমন টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষা করছে ভারত বায়োটেক। পরীক্ষার ফলাফল এখনো বিশ্লেষণ করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩-৪ মাসের এই টিকা আসবে ভারতের বাজারে। টিকাটির ক্লিনিকাল ট্রায়াল এখনো বাকি রয়েছে। ভারত বায়োটেক ইতিমধ্যেই সরকারের সঙ্গে কথা বলছে যাতে কোউইনের মাধ্যমে সেই ক্লিনিকাল ট্রায়াল করে নেওয়া যায়। এই নতুন টিকার সম্পর্কে এল্লা জানান, যারা কোভ্যাক্সিনের দ্বিতীয় টিকা এখনো নেননি তারা টিকার দ্বিতীয় ডোজটির পরিবর্তে নাকের মাধ্যমে নেওয়ার যে নতুন টিকাটি আসছে সেই টিকা নিতে পারেন। এছাড়াও যারা পূর্বে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদেরকে রক্ষা করার জন্যও এই নতুন ভ্যাকসিনটি ব্যবহার করা যাবে। ডঃ কৃষ্ণ এল্লার দাবি, নতুন এই টিকাটি সরাসরি ফুসফুসের উপরিভাগে পৌঁছাতে পারবে যা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া টিকা পৌঁছতে পারবে না।সুতরাং বোঝাই যাচ্ছে নতুন এই টিকাটি বাজারে আসলে আগের তুলনায় আরো দ্রুত করোনা উপশম হবে।