
লেখক শ্রী রাজর্ষি
মেষ- তরতাজা অনুভব করবেন। কোনও মতে নিজের কাজ পূর্ণ করবেন। সকলের সহযোগিতা লাভ করবেন। অন্যের কথা বোঝার চেষ্টা করবেন। কোনও বিশেষ ক্ষেত্রে সাফল্য লাভের জন্য প্রস্তুত থাকবেন। কোনও সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব হতে পারে।
বৃষ- মনোরঞ্জন ও সৌন্দর্য বৃদ্ধিতে অধিক সময় ব্যয় করবেন না। যাঁর ওপর বিশ্বাস করছেন, তাঁরা আপনাকে পুরো সত্য কথা জানাবেন না। রাগের মাথায় কোনও পদক্ষেপ করলে সম্পর্ক নষ্ট হতে পারে।
মিথুন- এক সঙ্গে একাধিক পরিকল্পনা করবেন। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার প্রচেষ্টা করলে সাফল্য লাভ করবেন। আর্থিক ক্ষেত্রে ভালো সুযোগ লাভ করবেন। কিছু বিষয় নতুন সূচনা করতে পারেন।
কর্কট- কর্কট রাশির জাতকরা আর্থিক পরিকল্পনার ফলে লাভ হবে। নতুন কাজ পেতে পারেন। সন্তানের তরফে সাহায্য পাবেন। নতুন বস্ত্র ও অলংকার পাবেন। একাগ্রতায় সমস্যা হতে পারে। বাস্তবিকতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন।
সিংহ- নতুন কিছু শিখতে পারেন। অফিসে জুনিয়ারদের সহযোগিতা লাভ করতে পারেন। কোনও পুরনো মামলার কারণে চিন্তা বাড়তে পারে। কোনও কাজের কারণে দৌড়ঝাপ করতে হতে পারে।
কন্যা- কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় করাবেন আপনার বন্ধু। আপনার চিন্তাভাবনায় এর গভীর প্রভাব পড়বে। ব্যয় বাড়বে, তবে আয় বাড়ায় ভারসাম্য বজায় থাকবে। বন্ধু ও নিকটাত্মীয়রা সাহায্যের হাত বাড়াবেন। প্রিয় ছাড়া সময় কাটানো মুশকিল হবে।
তুলা- ব্যক্তিগত ও পেশাভিত্তিক জীবনে ভারসাম্য বজায় রাখুন। অতিরিক্ত কোনও কিছুই ভালো নয়। ইতিবাচক চিন্তাভাবনা পোষণ করুন। মেডিটেশান করুন এবং অযথা অপ্রয়োজনীয় চিন্তাভাবনা থেকে মুক্ত থাকুন।
বৃশ্চিক- আয় বৃদ্ধি ও অধিক অর্থ ব্যয় সত্ত্বেও ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সফল হবেন। কাজে ব্যস্ত থাকবেন। বড়দের আশীর্বাদে কাজে সাফল্য লাভ করবেন।
ধনু- দিন ভালো। আকস্মিক ধন লাভ করতে পারেন। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে। নতুন কিছু শিখতে পারেন। নতুন বন্ধুর সঙ্গে দেখা হওয়ার ফলে লাভ হবে।
মকর- আর্থিক সমস্যার কারণে আলোচনা এবং বিবাদের মুখে পড়তে পারেন। যাঁরা আপনার কাছ থেকে অধিক প্রত্যাশা করছেন, তা বারণ করার জন্য প্রস্তুত হন। মা-বাবাকে খুশি করা কঠিন হয়ে পড়বে।
কুম্ভ- যা কিছু করতে চান, তাতে কারও সাহায্য পেতে পারেন। নতুন ব্যক্তি, নতুন জিনিস এবং নতুন বিচার আপনার সামনে আসতে পারে। কোনও পুরনো সমস্যার সমাধান সম্ভব। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। নতুন ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।
মীন- কর্মক্ষেত্রে সম্মানিত হবেন এবং উন্নতি হতে পারে। মানসিক চিন্তা থাকবে। অর্থ ব্যয় বাড়বে। বিনম্র স্বভাব প্রশংসিত হবে। কোনও ব্যক্তি আপনার প্রশংসা করবে।