আজকের রাশিফল ৩ পৌষ ১৯ ডিসেম্বর
লেখক শ্রী রাজর্ষি (স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষী ও রত্ন বিশারদ)

মেষ- মন অশান্ত থাকবে। আত্মবিশ্বাস কমবে। শিক্ষা কাজে সাফল্য লাভ করবেন। কোনও বন্ধুর সহযোগিতায় ব্যবসা বিস্তার হতে পারে। চাকরি ও কর্মক্ষেত্রে পরিবর্তন সম্ভব। অধিক পরিশ্রম করতে হবে।
বৃষ- ভাষায় মাধুর্য রাখুন। মানসিক শান্তির প্রচেষ্টা করুন। চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি হবে। গাড়ির রক্ষণাবেক্ষণে ব্যয় হতে পারে। সন্তান সুখ বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য বিকার হতে পারে। ধৈর্য কমবে।
মিথুন- মনে আনন্দ থাকবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়তে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। কোনও পুরনো বন্ধুর আগমন হতে পারে।
কর্কট- আত্মবিশ্বাস কমতে পারে। পরিবারের সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। রাগ করবেন না। অপরিকল্পিত ব্যয় বাড়তে পারে। পরিবারের সঙ্গে যাত্রায় যেতে পারেন।
সিংহ- মনে আনন্দ থাকবে। সুস্বাদু খাওয়া-দাওয়ার প্রতি রুতি বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য বিকার হতে পারে। চাকরিতে স্থান পরিবর্তনের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে পরিবর্তন সম্ভব। ভাইদের সঙ্গে মতভেদ হতে পারে।
কন্যা- চাকরিতে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। তবে অতিরিক্ত কোনও দায়িত্বও পেতে পারেন। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। চাকরিতে আধিকারিকদের সঙ্গে মতভেদ হতে পারে। অবসাদ থেকে দূরে থাকুন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে।
তুলা- মনে অশান্তি থাকবে। অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে যান। চাকরিতে স্থান পরিবর্তন হতে পারে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। আয়ের পথে বাধা আসতে পারে। কাজের দায়িত্ব বাড়তে পারে। অধিক পরিশ্রম করতে হবে। শিক্ষা কাজে ব্যবধান আসবে।
বৃশ্চিক- বাবার কাছ থেকে অর্থ লাভ করতে পারেন। চাকরিতে স্থান পরিবর্তন সম্ভব। পরিবার থেকে দূরে থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিচারধারায় মতভেদ হতে পারে। মেজাজ খিটখিটে থাকবে। মন আনন্দিত হবে।
ধনু- পরিবারের শান্তির জন্য চেষ্টা করুন। সন্তানের স্বাস্থ্যে যত্ন নিন। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। কোনও রাজনেতার সঙ্গে দেখা হতে পারে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। কোনও বন্ধুর সহযোগিতায় সম্পত্তির লেনদেন হতে পারে।
মকর- পারিবারিক জীবন কষ্টে কাটবে। বাবার সঙ্গ পাবেন। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। কোনও পুরনো বন্ধির সহযোগিতায় রোজগারের সুযোগ পেতে পারেন। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
কুম্ভ- মন অশান্ত থাকবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। বাবার সঙ্গ লাভ করবেন। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে। ধর্মীয় যাত্রায় যেতে পারেন।
মীন- চাকরিতে উন্নতির সুযোগ পাবেন। আয় বৃদ্ধি হবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। আলস্য বাড়বে। জীবনসঙ্গীর স্বাস্থ্য বিকার হতে পারে। ভাইয়ের সঙ্গে বিবাদের পরিস্থিতি সৃষ্টি হবে। সম্পত্তির রক্ষণাবেক্ষণে ব্যয় হবে।