কোথায় কোথায় করতে পারবেন ছট পুজোর আয়োজন? দেখে নিন কেএমডিএ-এর তালিকা
কড়া নজরদারি রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে

মধুরিমা সেনগুপ্ত : বিগত কয়েক বছরে কেএমডিএ নোটিশ থাকা সত্বেও রবীন্দ্র সরোবর-এ গেটের তালা ভেঙে ছট পুজোর জন্য সরোবরের ভেতর ঢুকে পড়েছিল পূণ্যার্থীদের দল। অভিযোগ উঠেছে পরিবেশ কর্মী ও প্রশাসনের একাধিকবার বারণ সত্বেও ছট পুজোয় পুণ্যার্থীরা নিষেধাজ্ঞা অমান্য করে সরোবরের জল দূষণ করেছে। কিছুদিন আগেও সরোবরে বিশাল পরিমাণে মরা মাছ ভেসে উঠেছিল জলে। তাই জল দূষণ রোধে এইবারে আরো কড়া পদক্ষেপ প্রশাসনের। পুলিশ সূত্রে খবর, ছট পুজোর সময় বুধবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও চারিপাশে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর এর চারপাশে লাগানো হয়েছে কেএমডিএ-এর বোর্ড যাতে বিকল্প কোন কোন ঘাটে পুজো করা যাবে তা তালিকাভুক্ত করা রয়েছে। সরোবরের জল দূষণ নিয়ে এবং ছট পুজো নিয়ে একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়দের। সরোবর এর আশেপাশের এলাকার অধিকাংশ স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক কারণেই প্রশাসন পুণ্যার্থীদের আটকাতে ব্যর্থ হয়েছে। যার ফলাফল ভুগতে হয়েছে জলজ প্রাণীদের, কমে যাচ্ছে জলে থাকা অক্সিজেনের মাত্রা। সুতরাং সব অভিযোগ মাথায় রেখে প্রশাসন এবছর কতটা কার্যকরী সিদ্ধান্ত নেবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন পরিবেশবিদরা।