What Do You Think

দাঙ্গাবাজদের রুখতে কন্যাশ্রী থেকে সবুজসাথী দের আহব্বান : অশনি সংকেত

"কেন ৬তারিখ সতর্ক থাকতে হবে ": মমতা ব্যানার্জী

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী খেজুরির ঠাকুরনগর ময়দানে একটি প্রসনিক সভায় বলেন ” আমি প্রশাসনকে (Administration) ৬ তারিখ ২০২৩ দিনটি খুব সতর্ক থাকবেন। ওরা আবার দাঙ্গা বাঁধতে পারে , একটি পরিকল্পনা করছে।” এই পরিকল্পনা যাতে না হয় তার জন্য রাজ্য প্রশাসন কে সতর্ক থাকতে হবে , এই সঙ্গে এই সরকারের দ্বারা যারা সরাসরি উপকৃত তাদের উদ্দেশ্যেও মমতা ব্যানার্জী বলেন , সবুজ সাথী থেকে কন্যাশ্রী কি আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে উপকৃত তাদের আহব্বান জানান যে এই দাঙ্গা কে আপনাদের রুখতে হবে।

মুখ্যমন্ত্রী আবেদন জানিয়ে বলেন হিন্দু দের , ‘আমি হিন্দু ভাই-বোনেদের অনুরোধ করব, ওরা সংখ্যালঘু। ওরা যাতে সুরক্ষিত থাকে সেটা আপনাদের দেখতে হবে।’ সেই সাথে সংখ্যা লঘু থেকে তফসিলিদের বলেন যে আপনারা এই দাঙ্গা কে রুখে দিন। এই আবেদনের সাথে সাথে রাজনৌতিক বিতর্ক শুরু হয়েছে।

ছাত্র-ছাত্রীদের মধ্যে কেন ধর্মীয় রাজনীতির বীজ রোপন করছে মমতা ব্যানার্জী ও যারা আর্থিকভাবে পিছিয়ে এবং সরকার থেকে যারা সাহায্য পেয়েছেন তারা এই দাঙ্গা কে রুখে দিন মানে রাজ্য পুলিশ তাহলে কি করবে ? এই প্রশ্ন উঠেছে। সাহায্যের প্রতিদানে ধর্মীয় রাজনীতিতে ঠেলে দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। খেজুরির সভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা ৬তারিখ সতর্ক থাকতে হবে। কেন এই কথা বললেন , আর এই নিয়ে রাজ্যে গুঞ্জন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: