
দেবশ্রী কয়াল : শীতের পথে আবারও বাঁধা, কাঁটা হয়ে দাঁড়িয়েছে এখন নিম্নচাপ। এত সহজেই শীতের (Winter) আমেজ অনুভব করতে পারবেন না দক্ষিণবঙ্গবাসী। এক রাতেই বেড়ে গেল শহরতলীর তাপমাত্রা। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েইছিল যে নিম্নচাপের কারণে বাতাসে শিরশিরানি কমবে এবং দিনের বেলায় পারদের মান চড়বে। কলকাতায় (Kolkata) আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাইকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। আজ কলকাতার তাপমাত্রা ২০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Metrological Department)।
গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনে প্রায় দেড় ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতায়। আগামী দু থেকে তিন দিনে আরও অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন রাতের দিকেই মূলত বাড়বে তাপমাত্রা। ভোরের দিকে অবশ্য থাকবে হাল্কা শিরশিরানি। তবে দিনের বেলায় উধাও হবে শীতের আমেজ, আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগতেই হবে দক্ষিণবঙ্গবাসীকে।
মৌসম ভবন (Mausam Bhavan) জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতে রাজ্যগুলি যেমন অসম, মেঘালয়য়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ভোরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়াও উত্তরপ্রদেশেও কুয়াশার দাপট থাকবে বেশ ভালই। মৌসম ভবনের পূর্বাভাস বৃহস্পতিবার নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে ভারতে। এর ফলে বৃহস্পতি এবং শুক্রবার নাগাদ আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। তাই এখনও দক্ষিণবঙ্গবাসীকে শীতের জন্যে করতে হবে খানিক অপেক্ষা।