লুকোচুরি খেলছে শীত, এখনও দক্ষিণবঙ্গে আসতে নেবে সময়
এখনও নেই শীতের কোনো আমেজ, শীতের অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী

দেবশ্রী কয়াল : ডিসেম্বর মাস পড়ে গেছে কিন্তু এখনও সেইভাবে কিন্তু শীতের (Winter) দেখা নেই। ধরা দিয়েও যেন সেইভাবে ধরা দিচ্ছে না, ক্রমশ খেলছে লুকোচুরি। নভেম্বরের শেষের দিকে বেশ শীতের আমেজ ধরা দিয়েছিল। তবে এখন আর নেই সেই শীতের আমেজ, উধাও হয়েছে তা। সকালের দিকে খানিক কুয়াশার স্তর জমলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বেরিয়ে পড়ছে রৌদ্রের উজ্জ্বল তাপ। বাড়তে থাকে পারদের মাত্রা। বাতাসে জলীয় বাষ্প জনিত আর্দ্রতাও বেশি। যার জন্য খানিক হলেও অস্বস্তিকর আবহাওয়ার পরিবেশ তৈরী হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর (Alipur Meteorogical Department) জানাচ্ছে, দক্ষিণবঙ্গে এখনও বেশ কয়েকদিন কুয়াশা আর শীতের লুকোচুরি খেলা চলবে। খুব ঠান্ডা পড়তে রয়েছে দেরী। তবে আগামী ১৫ই ডিসেম্বরের পর থেকে পারদ পতনের একটা সম্ভাবনা রয়েছে। তার আগে এমনই আবহাওয়া থাকবে, কখনও শীত শীত ভাব আবার কখনও গরম। অপরদিকে উত্তরবঙ্গে অবশ্য বেশ ঠান্ডা পড়েছে। তেমন জাঁকিয়ে শীত না পড়লেও হাল্কা বৃষ্টি হচ্ছে। সকালের দিকে মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টিতে তাপমাত্রা কমেছে। হাওয়া অফিস জানাচ্ছে, দার্জালিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে এখন কয়েকদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রাতের দিকে পারদ নামবে অনেকটা। বুধবার থেকে দুই থেকে তিন ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা আছে।
কলকাতা (Kolkata) শহরে এখনও জলীয় বাষ্পের পরিবেশ রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ প্রায় ৯৯ শতাংশ। গতকালই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি ওপরে। আবহাওয়াবিদরা বলছেন, এ সপ্তাহটা এমনই থাকবে। এখনই চট করে পারদ নামার কোনো সম্ভাবনা নেই।