বঙ্গে উঁকি দিচ্ছে শীত, জাঁকিয়ে পড়বে ঠান্ডা
এই বছর আরও বেশি পরিমানে নামবে পারদ, স্বস্তি পাবেন বঙ্গবাসী

দেবশ্রী কয়াল : ক্রমশ আগমন হচ্ছে শীতের, দক্ষিণবঙ্গে কমছে পারদের মাত্রা। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমছে। দক্ষিণে ভোর রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে। পূর্বেই আবহাওয়া দফতর আভাস দিয়ে জানিয়েছিল এই বছর বঙ্গে বেশ জাঁকিয়ে পড়বে শীত। যদিও এবারে তাপমাত্রা নামাতে বৃষ্টি হয়নি তেমন। নিম্নচাপ সরে গেছে। তবে শীতের সূচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে।
আজ বুধবার সকালে আসানসোলের তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, ব্যরাকপুরে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অন্যান্য বছরের তুলনায় এবছর যেমন বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তেমনই এই বৎসর শীতের তাপমাত্রার পারদও বেশি নামবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শীতের এখনও সেভাবে সূচনা হয়নি কিন্তু তার আগে থেকেই তাপমাত্রাও বেশ কমতে শুরু করে দিয়েছে। এই তাপমাত্রার পারদ ক্রমাগত নিম্নগামী হওয়ার পূর্বাভাস দিচ্ছে হাওয়া দফতর। অর্থাৎ এবারে বেশ হাড় কাঁপানো ঠান্ডা পড়তে চলেছে বঙ্গে।