
তিয়াসা মিত্র : ঘূর্ণিঝড় প্রবন এলাকা ওড়িশা বললে হয়তো ভুল কিছু বলা হবে না। আবারো বঙ্গোপসাগরে গঠিত জাওয়াদ-এর প্রকোপের মুখে অন্ধ্রপ্রদেশের উত্তরদিক এবং ওড়িশা উপকূলীয় অঞ্চল। এর সাথে ততাকথিত ভাবে কলকাতাতেও পর্বে এর রেশ। কলকাতা সহ দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে জারি হয়েছে সতর্ক আলো, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নদীতে না যার নির্দেশ , শস্য ফসল তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। মজুত রাখতে বলা হয়েছে জরুরি দ্রব্য সামগ্রী।
অন্যান্য ঝড়ের প্রকোপ থেকে বাঁচতে যে ধরণের সতর্কতা জারি করা হয়ে এইবার সেই গুলি বলা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অতি ভারী নিম্নচাপে পরিণত হতে পারে। তারপরই সেটি ঘূর্ণিঝড়ের আকারে ভূপূষ্ঠে আছড়ে পড়তে পারে। সবকিছু মিলিয়ে য়াসের পর এবার জওয়াদ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে পরপর ৩ রাজ্যে।