HealthNation

করোনা আপডেট : একঝলকে দেখে নিন বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি

এই মুহূর্তে বিশ্বে করোনা মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৯ লক্ষ ৪০ হাজার ৩৭৯।

পল্লবী কুন্ডু : কোনোভাবেই লাগাম টানা সম্ভব হচ্ছেনা সংক্রমণে। সংক্রমণের হার ক্রমশ উর্ধমুখী। পৃথিবীর ফুসফুসে যেভাবে বাসা বেঁধেছে এই মারণ ভাইরাস তাতে পৃথিবীর সুস্থ হয়ে ওঠা বেশ মুশকিলের। শুধুমাত্র সংক্রমণই নয়, পাশাপাশি বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যাও। ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ মিলিয়নের দোরগোড়ায়। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৯ লক্ষ ৪০ হাজার ৩৭৯। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪২ হাজার ৬৮৮। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ লক্ষ ২৩ হাজার ৯৪৯ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৬ লক্ষ ৬৮ হাজার ৩৮০, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৩৮ হাজার ২৪৩। পরিস্থিতি ভয়াবহ। প্রতি মুহূর্তে বিশেষজ্ঞদের কল্পনায় ভাসছে ১০০ বছর আগের কথা। আবারো সেই ভয়াল রূপ-ই কি দেখতে চলেছে পৃথিবী !

সারা বিশ্বের নিরিখে সবথেকে সঙ্কটজনক অবস্থায় রয়েছে আমেরিকা। সেখানে যে হরে সংক্রমিত হচ্ছে মানুষ ঠিক তেমনি বাড়ছে মৃত্যুর হারও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, আমেরিকায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪১ লক্ষ ৬ হাজার ৩৪৬। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩৩৩ জনের। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ৮৭ হাজার ৪৭৫ জন, মৃত্যু হয়েছে ৮৫ হাজার ২৩৮ জনের। মৃতের নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ১২ লক্ষ ৮৮ হাজার ১০৮ আর মৃতের সংখ্যা ৩০ হাজার ৬০১ জন।

অন্যদিকে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ৯৯ হাজার ৪৯৯ জন মানুষ করোনায় আক্রান্ত । মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৬ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা । সেখানে মোট ৪ লক্ষ ২১ হাজার ৯৬৬ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৬হাজার ৩৪৩ জনের। আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে মেক্সিকো । সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭৮ হাজার ২৮৫ জন । মৃতের সংখ্যা ৪২,৬৪৫। পেরুতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৫ হাজার ৯৬১ জন, মৃতের সংখ্যা ১৭,৮৩৪।

একটা মারণ, কোভিড-১৯। গোটা বিশ্ব জুড়ে যে আধিপত্য বিস্তার করেছে। এক পলকে থমকে গেছে জীবন। অনিশ্চিয়তায় সকল বিশ্ববাসীর ভবিষ্যত।

Tags
Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: