মা হলেন ববিতা, টুইটার ভাসছে শুভেচ্ছায়
হাসপাতালের বেডে বসেই স্বামী বিবেকের সাথে সন্তানকে নিয়ে ছবি ভাইরাল

মধুরিমা সেনগুপ্ত : ২০১৯ সালে আট পাকে বাঁধা পড়েন তিনি। হ্যাঁ, ‘দঙ্গল কন্যা’ ববিতা ফোগাট মেয়েশিশুকে বাঁচানোর, শেখানোর এবং খেলতে দেওয়ার প্রতিশ্রুতি হিসাবে একটি পাক বেশি ঘোরেন। তারপরে বিজেপিতে যোগ, রাজনৈতিক উত্থান পতন ইত্যাদি পেরিয়ে এই সোমবার এক ফুটফুটে পুত্রসন্তানের মা হলেন কুস্তিগির ববিতা ফোগাট(Babita Fogat)। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি পোস্ট করেন সুখবর দেন তিনি। এইদিনই বিরুষ্কারও কন্যা সন্তান হয়। ছবি পোস্ট করার সাথে সাথেই শুভেচ্ছা বার্তায় ভরে গেছে তার প্রোফাইল।

এদিন টুইটারে স্বামী বিবেককে পাশে নিয়ে সন্তানের ছবি ছেড়েছেন ববিতা। লিখেছেন, “আলাপ করুন আমাদের নতুন সুর্যোদয়ের সঙ্গে। নিজের স্বপ্নকে বিশ্বাস করুন। সেগুলি সত্যিও হয়।” ছবি দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালের বেডে থাকতে থাকতেই অনুরাগীদের সুখবর দেন ববিতা। তারপরেই তাকে একে একে অভিনন্দন জানান ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল, ক্রিকেটার সুরেশ রায়না, অভিনেতা রণদীপ হুডা এছাড়াও ক্রীড়া জগত্ থেকে শুরু করে বিনোদন দুনিয়ার অনেক কলা কুশলীরা।
প্রসঙ্গত, ২০১৯ এর ডিসেম্বরে দীর্ঘদিনের সতীর্থ কুস্তিগির বিবেক সুহাগের সাথে আট পাকে বাধা পড়েন। দেশের বিভিন্ন প্রান্তে যে মেয়েরা লেখাপড়া শেখার সুযোগ পায় না, তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদির প্রতিবাদ করেই বিয়েতে সাতপাকের পরিবর্তে আট পাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নেন তিনি।