West Bengal

ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটে অনড় হলুদ ট্যাক্সি সংগঠনগুলি, তবে ৭ তারিখের বদলে ধর্মঘট হবে ২১শে সেপ্টেম্বর

রাজ্যের কাছে ভাড়া বৃদ্ধির দাবি জানালেও মেলেনি সদুত্তর, তাই ধর্মঘট ছাড়া উপায় নেই বলে মন্তব্য ট্যাক্সি মালিকদের

দেবশ্রী কয়াল : করোনা পরবর্তী পরিস্থিতির শুরু থেকেই ভাড়া বাড়ানোর দাবিতে নেমেছিল হলুদ ট্যাক্সি সংগঠনগুলি। রাজ্য সরকারের কাছে তারা জানিয়েছিল আবেদন, কিন্তু সেই সময় কোনো সুফল বেরিয়ে আসেনি। তাই এবার ভাড়া বৃদ্ধির দাবিতে তাঁরা ডেকেছে ধর্মঘট। তবে কলকাতা ও শহরতলিতে আগামী ৭ই সেপ্টেম্বরের পরিবর্তে ২১ সেপ্টেম্বর ধর্মঘট পালন করবে হলুদ ট্যাক্সি সংগঠনগুলি।

ভাড়া বৃদ্ধির দাবিতে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো সদুত্তর না মেলায় ধর্মঘটের সিদ্ধান্তে অনড় ট্যাক্সি মালিকরা। তাঁদের দাবি আদায়ের জন্যে এখনও রাজ্যের সঙ্গেই আলোচনায় বসতে চান তাঁরা। আগে ৭ সেপ্টেম্বর ট্যাক্সি ধর্মঘট ডাকা হলেও লকডাউনের কারনে ধর্মঘটের দিন আরও খানিকটা পিছনো হয়েছে। আগামী ২১শে সেপ্টেম্বর ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে হলুদ ট্যাক্সি সংগঠনগুলি।

বর্তমান করোনা পরিস্থিতির জেরে একটানা লকডাউনের কারনে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ট্যাক্সি মালিকরা। এর ওপর ডিজেলের দাম-বৃ্দ্ধির জেরে ঘোরতর সঙ্কটের মধ্যে পড়েন ট্যাক্সিমালিকরা। তাই ভাড়া বৃদ্ধির দাবিতে নামেন ট্যাক্সি মালিকরা। সেই জন্যে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে হলুদ ট্যাক্সি সংগঠনগুলি। কিন্তু রাজ্যের তরফে ভাড়া বৃদ্ধি নিয়ে এখনও কোনও সদুত্তর দেওয়া হয়নি বলে দাবি ট্যাক্সি ইউনিয়নগুলির। সেই কারণেই নিজেদের দাবিতে অনড় তাঁরা। রাজ্য সরকার ভাড়া বৃদ্ধি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিক, এমনই দাবি ট্যাক্সিমালিকদের।

ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে ট্যাক্সি ইউনিয়নের তরফে জানানো হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বরের বদলে ২১ সেপ্টেম্বর ২৪ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘট হবে রাজ্যজুড়ে। ইউনিয়নের নেতাদের অভিযোগ, ডিজেলের দাম অত্যাধিক হারে বেড়ে গেলেও ভাড়া বৃদ্ধির ব্যাপারে সরকার কোনও ভাবনাচিন্তা করছে না। পূর্বেই হলুদ ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়কে চিঠি পাঠিয়েছিল ট্যাক্সি ইউনিয়ন। এমনকী পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও একই দাবি জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল। তবে রাজ্যের তরফ থেকে ভাড়া বৃদ্ধি নিয়ে স্পষ্ট করে কিছু না জানানোয় ধর্মঘটের সিদ্ধান্তে অনড় ট্যাক্সি মালিকরা।

Tags
Show More

Related Articles

Leave a Reply

Back to top button
Close
Close
%d bloggers like this: