Nation

আন্দোলনকারী কৃষকদের ভারতের আমন্ত্রণে সাড়া না দেওয়ার করুন আর্জি, ব্রিটিশ প্রধানের কাছে

কেন্দ্র সরকার যদি 'কালা কানুন' বাতিল না করে, তাহলে আপনি ভারতে আসবেন না, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে আবেদন জানিয়েছেন আন্দোলনকারী কৃষকরা

পল্লবী কুন্ডু : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক সম্প্রদায়। এবার তাদের বার্তা সরাসরি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে। আপনি ভারতে আসবেন না, কৃষকদের করুন আর্জি ব্রিটিশ প্রধানের কাছে। কেন্দ্র সরকার যদি ‘কালা কানুন’ বাতিল না করে, তাহলে আপনি ভারতে আসবেন না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনে(Boris Johnson)র কাছে এমনই আবেদন জানিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। দিল্লির সীমান্তে সিংঘু অঞ্চলে ভারতীয় কিষাণ ইউনিয়ন-এর আহ্বায়ক হরেন্দর সিং লাখওয়াল বলেন, ‘আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি, যতদিন না কৃষকদের দাবি পূরণ হচ্ছে, আপনি ভারতে আসবেন না। পাঞ্জাবের যে সন্তানরা এখন ব্রিটেনে রাজনীতি করেন, সেখানে নির্বাচিত হয়েছেন, তাঁদের মাধ্যমে ওই আবেদন জানানো হয়েছে।’

মোদী সরকার কৃষকদের ফের আলোচনায় বসার জন্য বলেছিলেন। সরকার পক্ষ থেকে এ কথাও বলা হয়েছিল যে, কবে আলোচনায় বসা হবে তা যেন কৃষকরাই ঠিক করেন। গত মঙ্গলবার সরকারের প্রস্তাব নিয়ে কৃষক ইউনিয়নগুলির আলোচনায় বসার কথা ছিল। তবে পরবর্তী সময়তে জানা যায়, মঙ্গলবারের বদলে ওই বৈঠক হবে বুধবার। এর মধ্যে কৃষক নেতারা আবেদন জানিয়েছেন, আম্বানি ও আদানির প্রতিটি দোকান বয়কট করুন। পাশাপাশি পাঞ্জাবের কৃষক নেতারা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষি আইনগুলির পক্ষে প্রচার করছেন। তিনি আলোচনায় বসার আবেদন জানালেও কৃষি আইন বাতিল করার কথা বলছেন না।

বুধবারই কৃষকদের উদ্দেশে আবেদন জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কোনও ক্ষতি হতে দেবেন না। রাজনাথ সিং-এর কথায়, ‘কিষাণ দিবসে আমি দেশের সকল অন্নদাতাকে অভিনন্দন জানাই। তাঁদের জন্যই দেশে খাদ্য নিরাপত্তা বজায় আছে। কৃষি আইনের বিরুদ্ধে কয়েকজন কৃষক বিক্ষোভ দেখাচ্ছেন। সরকার সংবেদনশীলতা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলছে। আমি আশা করি, তাঁদের আন্দোলন শেষ হবে শীঘ্র।’ প্রতিরক্ষামন্ত্রী হিন্দিতে টুইট করে বলেন, ‘চৌধুরি চরণ সিং চাইতেন, কৃষকদের আয় বৃদ্ধি পাক। তাঁদের উত্‍পাদিত ফসল ভাল দাম পাক। কৃষকরা সম্মান পান।’ রাজনাথ দাবি করেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর আদর্শে অনুপ্রাণিত। তিনি কৃষকদের স্বার্থেই পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী কখনও কৃষকদের ক্ষতি হতে দেবেন না।’

অন্যদিকে, বৃহস্পতিবার তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এরপরে তিনি দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। কৃষি আইনের বিরুদ্ধে কংগ্রেস সাংসদরা দেশ জুড়ে দু’কোটি সই সংগ্রহ করেছেন। সেই স্বাক্ষর সম্বলিত কাগজটি রাহুল তুলে দেবেন রাষ্ট্রপতির হাতে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: