
বনিতা রায় : আনুষ্ঠানিকভাবে ইউটিউব ঘোষণা করেছে সমস্ত ভিডিওতে অপছন্দের সংখ্যা দেখানো বন্ধ করা হবে। সংস্থাটি দাবি করেছে, সাম্প্রতিক ছোট নির্মাতাদের ভিডিওতে অপছন্দ হলেই তাদের আক্রমণ শিকার হচ্ছে। ইউটিউব সংস্থা এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউবের দর্শক এবং ভিডিও নির্মাতাদের মধ্যে এক নিবিড় যোগসূত্র গড়ে তুলতে চায় এবং সম্মানজনক শ্রদ্ধাশীল ধ্যান ধারণা প্রচার করতে চায়। ঘোষণা অনুযায়ী এই পরিবর্তন আজ থেকে ধীরে ধীরে শুরু হবে।
ইউটিউব সংস্থা জানিয়েছে, ‘ভিউয়ারসরে কোন ভিডিও যদি অপছন্দ করেন তবে তারা সেটিকে ডিসলাইক করতেই পারেন তাতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না তবে কত সংখ্যক ভিউয়ারস একটি ভিডিওকে অপছন্দ করছেন সেই সংখ্যা এবার থেকে সর্বসমক্ষে দেখা দেখা যাবে না।’
এই সিদ্বান্তটি মূলত ছোট ভিডিও নির্মাতাদের জন্য করা হয়েছে যারা সবে মাত্র একটি চ্যানেল শুরু করেছেন এবং এই ধরনের নেতিবাচক সংখ্যা তাদের ভিডিও তৈরীর ইচ্ছাকে কমিয়ে আনতে পারে সঙ্গে এটি তাদের মানসিক ভাবে আঘাত করতে পারে।