Culture

যুব কল্যাণ শারদ সম্মান ২০২০

যুব কল্যাণ শারদ সম্মান এর প্রতিযোগিতায় অংশগ্রহণ এবার অনলাইনে

করোনা আক্রান্ত ও আম্ফানে ক্ষতিগ্রস্থ আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য কোন উদ্যোগ নিয়ে থাকলে তবেই এবার ” যুব কল্যাণ শারদ সম্মান ২০২০ ” প্রতিযোগিতায় প্রতিযোগিতায় নথিভুক্ত করা হবে শুধুমাত্র কলকাতা , বিধাননগর ও দমদম অঞ্চলের পূজা কমিটির জন্য। যোগাযোগ : ৮০১৭৪০২৫৩৯ / ৬২৯১৩১৮৪০১ email :editoropiniontimes@gmail.com
১) আবেদনকারী পুজো কমিটি গুলি তাদের পূজা প্যান্ডেলের আলো , আবহ সহ ৩ মিনিটের ভিডিও পাঠাতে হবে। যাতে বিচার বিষয়ে বিশ্লেষণ করা যেতে পারে। ২) করোনা পরিস্থিতিতে ” যুব কল্যাণ শারদ সম্মান ২০২০ ” ডিজিটাল ও ফিজিক্যাল দুটো মাধ্যমেই বিচারক মন্ডলী পরিদর্শন করবেন। ৩) আবেদন পত্র টি অন লাইনে জমা দিন ৪) করোনা পরিস্থিতিতে সরকারি বিধি নিষেধ মেনে পুজো উদ্যোগ সম্পূর্ণ করা বাধ্যতা মূলক ৫)পুজো কমিটি গুলিকে যুব কল্যাণ শারদ সম্মানের ডিজিটাল ব্যানার ও পুজো সংক্রান্ত খবরের ভিডিও ইউটুব, ফেইসবুক ও http://www.opiniontimes.in লিঙ্ক দেওয়া হবে সেগুলোকে পুজো কমিটির পেজে শেয়ার করা বাধ্যতা মূলক । ৬) আবেদন পত্র জমা নেওয়ার শেষ তারিক ১৫-ই অক্টোবর ২০২০ . ৭) ১৬ ই অক্টোবর ২০২০ বিকেল ৫ তার সময় প্রতিযোগীদের তালিকা প্রকাশ করা হবে। ৮) করোনা আক্রান্ত ও আম্ফানে ক্ষতিগ্রস্থ আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য কি কি উদ্যোগ নিয়েছেন তার তালিকা সহ কোন ভিডিও থাকলে জমা দেওয়া বাধ্যতা মূলক।

প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্যে ফর্মের লিঙ্ক নিম্নে :

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf5l_Mvg4L1oJv7iTnLwp_mAQQsLNr1201uMzHzbSbzbMBIFQ/viewform?usp=pp_url

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: