Culture
Shalimar Yuba Kalyan Sharad Samman 2023 এর বিচারে “বছরের সৃষ্টি ” স্বীকৃতি টালা প্রত্যয়ের
শিল্প নৈপুণ্য উত্তীর্ণ হলেও বিষয় ভাবনার ক্ষেত্রে সামঞ্জস্যের অভাব।

নিজস্ব সংবাদদাতা : টালা প্রত্যয়ের পুজোয় রয়েছে এবার একের পর এক চমক ৷ শিল্পী সুশান্ত পাল নিজেই এবার থিম এই পুজোর। তাঁর ২৫ বছরের শিল্পজীবন ৫০তম মণ্ডপ সজ্জায় ফুটে উঠবে ৷ একটু সাহসী ভূমিকা পালন করেছেন শিল্পী। প্রথাগত ভাবনার বাইরে নিজের অবস্থান রেখেছেন। বহুল ব্যয় , দীর্ঘ্য উপস্থাপনা। মূলত লোহা ও প্লাই বোর্ডের ও আলমোনিয়াম স্যুট ব্যবহার করা হয়েছে। সমগ্র মণ্ডপে ক্লাবের সদস্যদের পাশাপাশি পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্টের দল। সব মিলিয়ে কলকাতার এবারের দ্বিতীয় ব্যববহুল পুজো।