Culture

Shalimar Yuba Kalyan Sharad Samman 2023 এর বিচারে “বছরের সৃষ্টি ” স্বীকৃতি টালা প্রত্যয়ের

শিল্প নৈপুণ্য উত্তীর্ণ হলেও বিষয় ভাবনার ক্ষেত্রে সামঞ্জস্যের অভাব।

নিজস্ব সংবাদদাতা : টালা প্রত্যয়ের পুজোয় রয়েছে এবার একের পর এক চমক ৷ শিল্পী সুশান্ত পাল নিজেই এবার থিম এই পুজোর। তাঁর ২৫ বছরের শিল্পজীবন ৫০তম মণ্ডপ সজ্জায় ফুটে উঠবে ৷ একটু সাহসী ভূমিকা পালন করেছেন শিল্পী। প্রথাগত ভাবনার বাইরে নিজের অবস্থান রেখেছেন। বহুল ব্যয় , দীর্ঘ্য উপস্থাপনা। মূলত লোহা ও প্লাই বোর্ডের ও আলমোনিয়াম স্যুট ব্যবহার করা হয়েছে। সমগ্র মণ্ডপে ক্লাবের সদস্যদের পাশাপাশি পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্টের দল। সব মিলিয়ে কলকাতার এবারের দ্বিতীয় ব্যববহুল পুজো।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d