‘পাগলা হওয়ার বাদল দিনে’, হওয়ার পাগলামি শান্ত হলেই নামবে বাদল

হাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহের শেষেই আসবে বর্ষা

পল্লবী : তাহলে এই বছরের জন্য গ্রীষ্মকে বিদায় জানাচ্ছে বর্ষা। কেরলে বর্ষা প্রবেশ করায় বাংলার পথ হয়ে গেছে আরো প্রশস্ত। হাওয়াঅফিস জানাচ্ছে চলতি সপ্তাহের শেষেই বাংলায় উঁকি দেবে বর্ষা। বুধবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গতকাল মহানগরীর আকাশ মেঘলা থাকে। বিকেলে বজ্রবিদ্যুত্‍ সহ ঝড়-বৃষ্টিও হয়। কিন্তু বৃষ্টি হলেও গরমের থেকে স্বস্তি মেলেনি। বাতাসে আদ্রতা থাকার দরুন একটা ভেপসানি গরম রয়েই গেছে।

বাতাসে রয়েছে অনেক জলীয়বাষ্প এই জলীয় বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তেমনটাই হচ্ছে কলকাতাতেও। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃষ্টি হয়েছে ৪.২ মিলিমিটার। এতেই পারদ কিছুটা নীচে রয়েছে। যদিও বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আজ বুধবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতায়, এও জানাচ্ছে হাওয়া অফিস।

এদিকে কেরলে বর্ষা ঢুকেছে নির্ধারিত সময়ে। মৌসুমী বায়ু অন্ধ্র, তামিলনাডু, পদুচেরির বেশ কিছু অংশে ঢুকে পড়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর এই গতি বজায় থাকলে স্বাভাবিক নিয়মেই নির্ধারিত সময়ে বর্ষা আসবে রাজ্যে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। সেই সূচি অনুযায়ী উত্তরবঙ্গে ৭ জুন এবং দক্ষিণবঙ্গে ১১ জুন বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Exit mobile version