এবার জিও-তে বিনিয়োগ করছে সিলভার লেক পার্টনারস

ফেসবুকের পর, জিও-তে শেয়ার কিনল আমেরিকার বড় প্রাইভেট ইক্যুইটি সংস্থা

@ দেবশ্রী : আবারও একবার নয়া চমক জিও-র তথা রিলায়েন্সের। বিগত কয়েক দিন আগেই, ৪৩,৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করে জিও-র ৯.৯৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে ফেসবুক। ভারতে ডিজিটাল ব্যবসায় এর আগে এত বড় বিনিয়োগ কখনও হয়নি। এ বার জিও-র ১ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে আমেরিকার অন্যতম বড় প্রাইভেট ইক্যুইটি সংস্থা সিলভার লেক পার্টনারস।

আজ সোমবার সকালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে এক বিবৃতিতে দিয়ে এ কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, জিও-র ইক্যুইটি ভ্যালু ৪.৯০ লক্ষ কোটি টাকা ধরে নিয়ে এই বিনিয়োগ করেছে সিলভার লেক পার্টনার্স। এর আগে ফেসবুক গত ২২ এপ্রিল রিলায়েন্সে বিনিয়োগ করেছে। তার পর ইক্যুইটি মূল্যে সাড়ে ১২ শতাংশ প্রিমিয়াম যুক্ত হয়েছে।

এ দিন সিলভার লেকের বিনিয়োগের কথা ঘোষণা করতে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, ‘বিশ্বজুড়ে অগ্রগণ্য প্রযুক্তি সংস্থাগুলিতে বিনিয়োগের ব্যাপারে অসাধারণ রেকর্ড রয়েছে সিলভার লেকের। ভারতে ডিজিটাল রূপান্তরে তাদের সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছি।’

অপরদিকে সিলভার লেকের ম্যানেজিং পার্টনার এগন ডার্বান বলেন, ‘ভারতের বাজারে জিও-র বিপুল সম্ভাবনা রয়েছে। টিম রিলায়েন্স এবং মুকেশ আম্বানির সঙ্গে আমরা অংশীদার হতে পেরে বেশ খুশি’। এই অংশীদারিত্ব জিও-র ভবিষ্যত্‍ মিশন বাস্তবায়নে কার্যকরী হবে বলেও জানিয়েছেন তিনি।

Exit mobile version