করোনার প্রভাব এসে পড়ল সুইগিতে, ছাঁটাই হবে ১১০০ কর্মী !

লকডাউনে অর্থনীতির হাল চরম খারাপ, এমন অবস্থায় কোম্পানি গুলিতে পড়ছে প্রভাব

@ দেবশ্রী : যারা মানুষের ঘরের দোরগোড়ায় গিয়ে খাবার পৌঁছে দেয়, আজ তাদের জন্য খারাপ খবর। সোমবার সুইগির অন্যতম প্রতিষ্ঠাতা ও সিইও শ্রীহর্ষ মাজেতি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন, ‘আজ সুইগির সবচেয়ে দুঃখের দিন। দুর্ভাগ্যের বিষয়, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের কোম্পানির বহর কমাতে হবে।’

আগামী কয়েকদিনের মধ্যেই ১১০০ কর্মী ছাঁটাই করতে চলেছে ফুড ডেলিভারি অ্যাপ সুইগি। কিছুদিন আগে তার প্রতিদ্বন্দ্বী সংস্থা জোম্যাটো জানিয়েছিল, মোট কর্মীর ১৩ শতাংশ ছাঁটাই করা হবে। এবার সেই পথে হাঁটল সুইগিও।

সুইগির সিইও জানিয়েছেন, বিভিন্ন শহরে ও হেড অফিসে কর্মরতদের মধ্যে ১১০০ জনকে বিদায় নিতে হবে। কারণ ডেলিভারি বিজনেসের ওপরে করোনা সঙ্কটের ভালই প্রভাব পড়েছে। আমরা জানি না এই অনিশ্চয়তা কতদিন চলবে।

ভারতে লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেয়েছে ৩১ মে পর্যন্ত। তবে কয়েকটি ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করে দেওয়া হয়েছে।

Exit mobile version