“লাভ ক্ষতির আশা আকাঙ্খা” কলকাতা শহর বাসীর কি পূরণ হবে ?

কলকাতা পুরসভা বাজেট প্রকাশ করবে আজ ২৪-২৫ আর্থিক বছর।

নিজস্ব সংবাদদাতা : আজ বাজেটের প্রকাশ করবেন মেয়র ফিরহাদ হাকিমের অধীনে প্রশাসন কর্মকর্তারা। মোট বাজেটের মধ্যে একটি বড় অংশের ঘাটতি বাজেট রেখেছেন। এই বাজেটের মাধ্যমে শহরের অর্থনৈতিক প্রগতি ও উন্নতির মান রাখার লক্ষে কলকাতা পুরসভা।

বাজেট কে সামনে রেখে , একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পুরসভার যদিও সম্পত্তিকর আদায়ের বৃদ্ধি হলেও তবুও ঘাটতি বাজেটের পরিমাণে বাড়ছে । পুরসভার কর আদায়ের পরিমাণ বেড়েছে , শহরে বেশ কিছু প্রজেক্ট চলছে । কিন্তু জনতার কাছে খুব একটা পরিষ্কার নয় এই কাজ কেন হচ্ছে , আর এর ফলে কি সুবিধে পাবে শহরের মানুষ।

এর পাশাপাশি একইভাবে, পুরসভা থেকে অবসর নেওয়া কর্মীদের প্রাপ্য মেটাতে বাজেটের প্রশাসনিক পরিচালনা এবং ব্যবস্থাপনা পরিষ্কার হতে পারে। তবে, এই সমস্যা সমাধানের জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন।

সম্পত্তি করের পরিমান বাড়লেও বেশ কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে ঘাটতি আছে , কলকাতা পৌর সভার স্বচ্ছতার জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ তাই এখন দেখার।

এক নজরে : কলকাতা পুরসভার বাজেটের পরিমাণ:

২০২২-’২৩ অর্থবছরে মেয়র পেশ করেছিলেন ১৭৭ কোটি টাকার ঘাটতি বাজেট।
২০২৩-’২৪ অর্থবছরে ঘাটতি বাজেটের পরিমাণ ছিল ১৪৪ কোটি টাকা।
আজও ২০২৪-’২৫ অর্থবছরের জন্য ফের বিপুল পরিমাণ ঘাটতি বাজেট পেশ করতে চলেছেন মেয়র।

পুরসভার সম্পত্তিকর আদায়:

২০২১-’২২ অর্থবর্ষে আদায়ের পরিমাণ ছিল ৮৯০ কোটি টাকা।
২০২২-’২৩ অর্থবছরে এটি বেড়ে দাঁড়ায় ১১০০ কোটি টাকা।
২০২৩-’২৪ অর্থবছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পত্তিকর আদায়ের পরিমাণ ১০৬৯.৩৬ কোটি টাকা।

কলকাতা পুরসভা কর্মীদের অবসর প্রাপ্য টাকা:

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের পরে অবসর প্রাপ্য টাকা পাওয়া হয়নি।
অবসরকালীন প্রাপ্য টাকার পরিমাণ পুরসভা কর্মীদের মধ্যে ২০০ কোটি টাকার বেশি হওয়া উচিত।

আদায়ের প্রতিশতকে প্রতি বর্ষে একটি চলতি পরিমাণে বৃদ্ধির সম্ভবনা :

পুরসভার কর-রাজস্ব দফতর সূত্রের খবর, ২০২২-’২৩ অর্থবর্ষে ১ এপ্রিল থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদায় হয়েছিল ৯৭৮.৮১ কোটি টাকা, যা ২০২৩-’২৪ অর্থবর্ষে ১০৬৯.৩৬ কোটি টাকা হয়েছে। অর্থাৎ, আদায় বেড়েছে মাত্র ৯.২৫ শতাংশ।

Exit mobile version