কাশ্মীরের কুলগামে ভোররাতে ফের জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার

এনকাউন্টার চলে কুলগামের যমরাচ গ্রামে ৷

প্রেরনা দত্তঃ ফের সাতসকালে এনকাউন্টার ভূ-স্বর্গে। করোনা নিয়ে যেখানে গোটা বিশ্ব তটস্থ ৷ সেই সময়েও কাশ্মীরে জঙ্গি তাণ্ডব অব্যাহত ৷ দক্ষিণ কাশ্মীরের কুলগম জেলায় জঙ্গিদের সঙ্গে ফের সংঘর্ষ শুরু হয়েছে যৌথ বাহিনীর। বৃহস্পতিবার ভোররাত থেকে এনকাউন্টার চলছে কুলগমের যমরাচ গ্রামে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি টিম যমরাচ গ্রামে অভিযান চালাচ্ছে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে, ভোররাতের অন্ধকারে জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করলে, তাদের অবস্থান চিহ্নিত করতে সুবিধে হয় পুলিশের। অন্যদিকে, ভারতীয় গোয়েন্দা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, কাশ্মীর সীমান্ত পার করে প্রায় ১৫০ জঙ্গি এদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে ৷

যৌথ বাহিনীর দাবি, কমপক্ষে ২-৩ জন জঙ্গি সেখানে রয়েছে। এখনও পর্যন্ত বিশদ কিছু জানা যায়নি। পাক সরকারের প্রত্যক্ষ মদতে সম্প্রতি নতুন করে জঙ্গি তত্‍পরতা শুরু হয়েছে কাশ্মীরে। এর মধ্যে একাধিকবার কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।ভারতের নিরাপত্তা বাহনীর উপর লাগাতার হামলা চালানোই পাকজঙ্গিদের উদ্দেশ্য।

Exit mobile version