আতঙ্কিত কি ব্যানার্জি বাড়ি, ED ডাকের কি প্রহর গুনছে: দিল্লির পর কলকাতার কে ?

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল গতকাল গ্রেফতারের পর কলকাতার অনেক বড় মুখ আতঙ্কে প্রহর গুনছেন নাতো ?

নিজস্ব সংবাদদাতা : কেজরী গ্রেফতার হতে না হতেই মমতাকে নিয়ে ইঙ্গিত বিরোধীদের ! লোকসভা ভোটের মুখে গ্রেফতার আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেছে ED

অরবিন্দ কেজরীওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ইডির হাতে গ্রেফতার হতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন সুজন থেকে সুকান্ত । পশ্চিমবঙ্গের অন্যতম বড় মন্ত্রী মলয় ঘটক কে অনেকবার ডেকেছে ED , কিন্তু তিনি বিভিন্ন কাজ দেখিয়ে যাননি প্রায় ৭-৮ বার , TMC
মহলে চর্চা এবার কি তার ডাক পড়বে, হতে পারেন কি গ্রেফতার ? দিন দুয়েক আগে সুপ্রিমকোর্ট থেকে রেহাই পেয়েছেন যে অভিষেক ব্যানার্জীকে ED এর ডাকে আর দিল্লি যেতে হবে না তদন্তে মুখোমুখি হতে। তবে এই অর্ডারে কলকাতায় জিগেসাবাদ করার ক্ষেত্রে বাধা নেই।

এর পাশাপাশি সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি গতকাল সাংবাদিকদের বলেন “শীঘ্রই বাংলার মুখ্যমন্ত্রীর নম্বর আসবে! যতই করো কান্নাকাটি, মাফলারের পর হাওয়াই চটি।’’এই বিষয়ে পাল্টা বলেন CPI M নেতা ও দমদম লোকসভার বাম প্রার্থী বলেন ওসব নাটক করে লাভ নেই , যদি দুর্নীতি করে থাকে তাহলে গ্রেফতার করছেন না কেন ? বহু বার এই নিয়ে অনেক নাটক হয়েছে , আগে কাজ করে দেখান। এ সব লোক দেখানো , সবটাই দিদি-মোদী সেটিং। “

তবে বলা বাহুল্য TMC ভিতরে ভিতরে একটা ভয়ের সঞ্চার রয়েছে , দক্ষিণ কলকাতার এক বড় নেতা বলেন লোভের বসে আজ অনেকেই বিপদে , বলার কিছু নেই আমার। রাজনীতি করলে কিছুটা সংযম দরকার , ভালো থাকার একটা লিমিট থাকা দরকার ( নাম প্রকাশে অনীহা প্রকাশ করায় , নাম দেওয়া হল না ) . প্রবীণ TMC নেতা ও রাজ্যের মন্ত্রী বললেন আমরা আর কদিন কিন্তু আগামী প্রজন্মকে কিছুটা সম্ববনামায় ভবিষ্যৎ দেওয়া যেত। কিন্তু বিধ হয় এটা আর সম্ভব নয়।

যদিও অভিষেক ব্যানার্জী গতকাল নতুন ভাবে তার নির্বাচনী ক্ষেত্র থেকে রাজ্যের বাকি ৪১টি লোকসভাতেও জোরদার প্রস্তুতি করার কাজ শুরু করেছেন। তবে বলাই বাহুল্য ২০১৪ / ২০১৯ সর্বোপরি ২০২১ যেভাবে সমগ্র দল লড়াইয়ের মানুষিক প্রস্তুতি যে ভাবে ছিল এবার সেই অবস্থা এখনো দেখা যায় নি।

Exit mobile version