কংক্রিটের শহরে সবুজকে বাঁচাতে এবার এগিয়ে আসলো কলকাতা পুলিশ

কংক্রিটের শহরে আবারো নতুন করে সবুজকে বাঁচাতে এবার শপথ গ্রহণ কলকাতা পুলিশের।

পল্লবী কুন্ডু : ফের শহরকে সবুজ করে তোলার পথে যাত্রা শুরু করলো কলকাতা পুলিশ। কলকাতার মতো ব্যস্ততম শহরে এত গাড়ি, এত যান-বাহনে মানুষেরা যেমন সাচ্ছন্দে যাতায়াত করতেন তেমনি বিপদের মুখে পড়েছে পরিবেশ।রোজের যান-বাহনের এত ধোঁয়ায় ধীরে ধীরে শহরের বুক থেকে কমে যেতে বসেছে সবুজ।কংক্রিটের শহরে আবারো নতুন করে সবুজকে বাঁচাতে এবার শপথ গ্রহণ কলকাতা পুলিশের।

এবার পরিবেশকে দূষণমুক্ত রাখতে বৃক্ষরোপণ কলকাতা পুলিশের। বুধবার পিটিএস ক্যাম্পাসে বৃক্ষ রোপন করে কলকাতা পুলিশের তরফে। করোনা আতঙ্কে শহরবাসী ঘরে থাকলেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে পথে নেমে শহরবাসীর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে কলকাতা পুলিশ। বিভিন্ন সময় লিফলেট বিলি করে, মাইকিং করে জনগণকে সচেতন করছে কলকাতা পুলিশ।

আর তাই আর এবার যাতে কোনোভাবেই শহর দূষিত না হয় তার জন্য বৃক্ষরোপণ পুলিশের তরফে। এদিন পিটিএস ক্যাম্পাসে কলকাতা পুলিশের তরফে বৃক্ষরোপন অনুষ্ঠান পালন করা হল।পাশাপাশি সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানের কারণে গোটা দক্ষিণবঙ্গের সবুজের অনেক ক্ষতি হয়েছে। প্রচুর গাছ ভেঙে পড়েছে তাই আবারো শহরে সবুজায়ন ঘটাতে এবার এগিয়ে এলো কলকাতা পালিশ।

Exit mobile version