সেনাদের উপর নজরদারি চালাতে ওড়ানো হয়েছিল পাকিস্তানী ড্রোন, তবে তা ভেস্তে দিল বিএসএফ জওয়ানরা

ভারতকে হারানোর জন্য তাঁদের গতিবিধি জানতে চায় পাকিস্তান, তবে তা অসম্ভব বলে দেখিয়ে দিল ভারতীয় সেনারা

দেবশ্রী কয়াল : নানান কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এখন দেশ। একেই করোনার কবলে সবাই কাবু হয়েছে, তাঁর সাথেই প্রতিনিয়ত চলছে মোকাবিলা। অপরদিকে লাদাখ সীমান্তে ভারত চীনের সংঘর্ষ। যেখানে নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন ২০ জন ভারতীয় সেনা। এই মুহূর্তে প্রতিবেশী দুই রাষ্ট্রের বর্বরতার মোকাবিলা করছে ভারতীয় সেনা। এরই মাঝে শনিবার সকালে জম্মু কাশ্মীরের কাঠুয়ায় নজরদারি চালাতে ঢোকে একটি পাক-ড্রোন।

ভারতীয় সেনার গতিবিধি জানতেই এই নজরদারি চালাচ্ছিল ড্রোনটি। আর তা নজরে আসা মাত্রই পাকিস্তান থেকে ওড়ানো ড্রোনটি গুলি করে নামায় বিএসএফ।

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, মূলত গোয়েন্দাগিরি করতেই ভারতে ঢোকানো হয় ওই পাকিস্তানি ড্রোনটিকে। সেনা ও ভারতীয় সমরাস্ত্রের ছবি ও ভিডিও লুকিয়ে তোলার মতলব এঁটেছিল পাক সেনা। তবে পাকিস্তানের সেই মতলব ভেস্তে দিয়েছেন বিএসএফ জওয়ানরা। এত সহজে পাকিস্তান কিছুই করতে পারবে না আরও একবার বুঝিয়ে দিল ভারতীয় সেনারা।

Exit mobile version