উপত্যকায় আবার চলে গুলি বর্ষণ, নিকেশ হয় তিন জঙ্গি

জঙ্গিদের সাথে ক্রমাগত মোকাবিলা করে যাচ্ছে ভারতীয় সেনা, জারি রেখেছে তল্লাশি

দেবশ্রী কয়াল : দেশ এই মুহূর্তে প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করে চলেছে, তবে এই সময়েও থামছে না জঙ্গিরা। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে যেন এখন অভ্যস্ত হয়ে গিয়েছে উপত্যকা। মঙ্গলবার সকাল থেকেই জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলার তুরকাওয়ানগম গ্রামে শুরু হয় গুলির লড়াই। তিন জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা।

সূত্রের খবর, জম্মু কাশ্মীর পুলিশ, সেনার ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফের যৌথ তল্লাশি শুরু হয় তুরকাওয়ানগম গ্রামে। গোটা গ্রাম ঘিরে ফেলে সেনা। গোপন সূত্রে খবর পেয়েই সেখানে যৌথ তল্লাশি চালানো হয়। জঙ্গিদের গোপন ঘাঁটির কাছে পৌঁছতেই গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় যৌথবাহিনীও। শুরু হয় গুলির লড়াই।

তবে এখনও দুই থেকে তিন জন জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে মনে করা হচ্ছে। তল্লাশি জারি রেখেছে যৌথ বাহিনী। সকল রকম প্রস্তুতিই নেওয়া হচ্ছে।

Exit mobile version