দিনের সাথে তাল মিলিয়ে উর্ধমুখী পারদস্তম্ভ, আজকের আবহাওয়ার খবর এক নজরে

আজকে শহরে সর্বোচ্চ ত্বাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস

তিয়াসা মিত্র : মার্চ মাসেই প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে এবছর সূর্যের তেজ থাকবে উর্ধগগনে। সারা রাজ্য জুড়ে বৃষ্টি হয়নি এইকদিনে। তবে খোদ কোলকাতাতে বেলার বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে সূর্যের ত্বাপ এবং গরমের দাপট। এখনই জন জীবন গলদঘর্ম। হাওয়া অফিস সূত্রে খবর, আর কয়েকদিনেই পারদ মাত্রা ছোঁবে ৩৫ ডিগ্রির কক্ষ।

আজকের অববাওয়া সম্পর্কে মৌসুম ভবন কি বলছে ? আজকের শহরে সর্বোচ্চ ত্বাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতার মান ৭২% এরই সাথে বাতাসের গতিবেগ থাকবে ৬.৩ কিমি/ঘন্টা এবং মেঘে ঢাকা থাকবে ৭১% .

Exit mobile version