আবারো আগমন বাঘা শীতের, জমছে রাতের কোলকাতা

ফেব্রুয়ারী প্রথম সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির ভ্রুকুটি শিওরে

তিয়াসা মিত্র : পশ্চিমি ঝঞ্ঝার কারণে শীতের মধ্যে বেশ কয়েকদিন বেড়েছিল তাপমাত্রা এবং সাথে ছিল অল্পবিস্তর বৃষ্টি। যার দরুন শীতের সেই হার কাঁপানো ঠান্ডার আমেজ পাইনি কলকাতা বেশি থেকে শুরু করে রাজ্যবাসী। তবে আপাতত আকাশ পরিষ্কার হওয়াতে আবারো রাজ্যে প্রবেশ করেছে উত্তরে হওয়া এবং বয়ে নিয়ে এসেছে বাঘা শীতের অনুভূতি।

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, গতকাল কলকাতাতেই তাপমাত্রা নেমেছিল ৩ ডিগ্রী সেলসিয়াস, আজ সকালের কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রী সেলসিয়াস, হাওয়া অফিস জানাচ্ছে- আগামী ৪৮ ঘন্টাতে আরো কমবে তাপমাত্রা। তবে এই সবের ভেতর মৌসুম ভবনের আশঙ্কা, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বেড়ে যেতে পারে তাপমাত্রা এবং সরস্বতী পুজোতে হতে পারে বৃষ্টি, তবে এই বিষয়ে স্পষ্টত এখনই কিছু জানাচ্ছে না আলিপুর হাওয়া অফিস।

Exit mobile version