Weather

আজকেও থাকছে বৃষ্টির প্রকোপ, ক্ষতি হচ্ছে চাষের !

অসময়ে বৃষ্টি কারোরই ভালো লাগে না, আর এই অসাময়ি বৃষ্টি মাথায় হাত ফেলেছে অনেকের।

@ দেবশ্রী : বৃহস্পতিবারের পূর্বাভাস সফল হয়নি। সকালের দিকে আকাশ কালো করে বৃষ্টি নামলেও সারা দিনে তেমন কিছু হয়নি। আকাশ জুড়ে কেবল মেঘ আর রোদ্দুরের খেলা চলেছে। এমন দেখে অনেকেরই মনে হয়েছিল, বৃষ্টির আশঙ্কা হয়ত কেটেছে, কিন্তু তা নয়। শুক্রবার হাওয়া অফিসের রিপোর্ট বলছে, আজ সারাদিনই চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে মাত্রাতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না উত্তরের পাঁচটি জেলাও।

আবহবিদদের মতে, বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত ও উত্তর-পশ্চিম ভারতের ঘূর্ণাবর্তের প্রভাবে দুর্যোগ চলছে বঙ্গে। এর ফলেই বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে মূল ভূখণ্ডে। অথচ বাতাসের উপরিস্তরে রয়েছে শুকনো, ঠান্ডা বাতাস। গরম, জোলো বাতাসের সঙ্গে সংঘর্ষে তৈরি হচ্ছে উল্লম্ব মেঘ। সেটাই নামাচ্ছে বৃষ্টি। আর ভূপৃষ্ঠের কাছাকাছি তাপমাত্রা বেশি না-থাকায় হচ্ছে শিলাবৃষ্টিও। যা এই মরশুমের ফল আমের মুকুলের ক্ষতির একটা বেশ বড়সড় কারণ। অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতিও হচ্ছে মারাত্মকভাবে। মাথায় হাত চাষিদের।

বৃষ্টির মরশুম না হলেও, এই সারা সপ্তাহ ধরে চলেছে বৃষ্টির চোখ রাঙানি। আবহাওয়ার খামখেয়ানীপনা বার বার দিচ্ছে ধরা। বঙ্গবাসী রাতের দিকে মনোরম আবহাওয়া পেয়ে খুশি হলেও চাষিদের মাথায় হাত পড়েছে। মাঠেই পচছে আলু। আর কয়েকদিন পরে সবজি বাজারেও ছ্যাঁকা লাগবে। শুক্রবারেও আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই, বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে এই বসন্তে চাষি ও মধ্যবিত্তের মাথায় পড়েছে হাত।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading