Education Opinion

এই সঙ্কটময় পরিবেশেও কিছু বেসরকারি স্কুল বাড়াচ্ছে ফি, অভিযোগে সবর হলেন শিক্ষামন্ত্রী।

এই সময় সবার পাশে দাঁড়ানোর, পরিস্থিতিকে আরও কঠিন করে তোলার নয়।

@ দেবশ্রী : সারা দেশ জুড়ে চলছে লকডাউন। কিন্তু তাতেও বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে এরই মধ্যে বেশ কিছু বেসরকারি স্কুলে ফি বৃদ্ধির অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পর সক্রিয় হয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফি বৃদ্ধি নিয়ে বেসরকারি স্কুলগুলিকে সতর্ক করেছেন তিনি।

এই মুহূর্তে গোটা বিশ্বে দারুণ সঙ্কট তৈরি করেছে মারণ ভাইরাস করোনা। ভারতেও ক্রমেই বাড়ছে কোভিড-19-এর সংক্রমণ। করোনার থাবা বাংলাতেও। এই পরিস্থিতিতেও কলকাতা-সহ একাধিক জেলায় বেশ কিছু বেসরকারি স্কুলের বিরুদ্ধে ফি বৃদ্ধির অভিযোগ উঠেছে।

অভিযোগ পেয়েই তত্‍পর হয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একটি ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা দফতরে ফি বৃদ্ধি নিয়ে অভিযোগ জমা পড়েছে। প্রত্যেকটি স্কুলকে পরিস্থিতি বিচার করে ফি বৃদ্ধি না করতে আবেদন করছি।’ একইসঙ্গে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে কোনও রকম সাহায্য করা হচ্ছে না বলেও অভিযোগ শিক্ষামন্ত্রীর।

বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে শিক্ষামন্ত্রীর আবেদন, ‘এমন সঙ্কটজনক পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলা উচিত। সাম্প্রতিক পরিস্থিতিতে অনেকেই বর্তমান ফি দেওয়ার মতো অবস্থাতেও নেই। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত স্কুলগুলি।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading