Sports Opinion

বাতিল এর দিকেই এবারের আইপিএল…

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারি ঘোষণা হতে পারে লকডাউন শেষে।

প্রেরনা দত্তঃ প্রতি মুহূর্তে করোনা ভাইরাসের আগ্রাসন ভয় দেখাচ্ছে দাপট দেখাচ্ছে আর তারই সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে দেশে বদলে যাচ্ছে সবকিছু ৷ আইপিএল কি এবছর আদৌ হবে? নাকি এবার বন্ধ করে পরের বছর নতুন করে শুরু করবে বিসিসিআই?২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে ক্রোড়পতি লিগ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন তিন সপ্তাহ বাড়িয়ে দিতেই আইপিএলের ভবিষ্যতের ছবি আগাম পড়ে ফেলা যায়। আগেই বলা হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত সব বন্ধ। তারপর করোনার থাবা থেকে খেলার দুনিয়া স্বস্তি পেলে আইপিএল নিয়ে ভাবা যেতে পারে। এখন যা পরিস্থিতি তাতে বিসিসিআই বুঝতেই পেরে গেছে ১৫ এপ্রিল থেকেও কোনওভাবেই আইপিএল শুরু করা যাবে না ৷

১৫ এপ্রিল পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। ১৫ এপ্রিলের পর ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাড়ানো হবে কিনা সে নিয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। লকডাউনের দিন বাড়তে পারে। তা হলে আইপিএল কীভাবে শুরু হবে। টুর্নামেন্ট সেপ্টেম্বর-অক্টোবরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তা হলে? এখানেই প্রশ্ন। সঙ্গে বাড়ছে অনিশ্চয়তা।

তাই টুর্নামেন্ট এ বছরের মতো বাতিল বলা যেতে পারে। কিন্তু টুর্নামেন্ট বন্ধের ঘোষণা সরকারিভাবে হয়নি। তাই অনিশ্চয়তার মধ্যেই থাকতে হচ্ছে। বিসিসিআই কর্তাদের সঙ্গে আইপিএল ফ্র‌্যাঞ্চাইজিদের ভিডিও কনফারেন্স হওয়ার কথা ছিল। কিন্তু সেটা শুরুতেই বাতিল হয়। আইসিসি-ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার বাতিল করেছে। জুন পর্যন্ত বাতিল সব ধরণের ক্রিকেট।

পরের বছর আবার হবে আইপিএল। সেক্ষেত্রে কোনও নিলাম অনুষ্ঠিত হবে না পরের বছর। ২১ দিনের লকডাউন শেষ হলে কেন্দ্রের সঙ্গে কথা বলেই আইপিএলকে সরকারি ভাবে এই বছরের জন্য বাতিল করে দেবে বিসিসিআই, সূত্রের খবর এমনই।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading