Sports Opinion

যুবরাজ জড়ালেন আইনি মামলায়, কারন জাতি বিদ্বেষক মন্তব্য করেছেন তিনি

ঘটনা পুরানো তবে শোরগোল এখন, ক্ষমা চাইতে হবে যুবরাজকে

@ দেবশ্রী : এবারে আইনি বিপাকে পড়লেন ভারতীয় খেলোয়াড় যুবরাজ সিং। দলিতদের বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হল যুবরাজ সিংয়ের বিরুদ্ধে। হানসির আইনজীবী রজত কাসলান যুবরাজের নামে অভিযোগ দায়ের করার পরেই হরিয়ানা পুলিশ তদন্তে নামে। হানসি থানার পুলিশ সুপারিটেন্ডেন্ট লোকেন্দর সিং ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ‘কোনো এফআইআর নথিভুক্ত করা হয়নি। তবে আমরা এই ঘটনার তদন্ত করছি।’

আইনজীবী রজত কালসান নিজের অভিযোগে বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় লাখো লাখো মানুষ এই ভিডিওটি দেখেছেন। এই ভিডিওয় দলিতদের সেন্টিমেন্টকে আঘাত করা হয়েছে।’

ইন্ডিয়ান এক্সপ্রেসকে রজত কালসান জানান, বুধবার ডিএসপি পর্যায়ের এক অফিসার ভারতীয় দণ্ডবিধির ১৬১ ধারায় অভিযোগ নথিভুক্ত করেছেন। সেই লিখিত অভিযোগ পত্রের সঙ্গে ক্লিপিংসের ডিভিডিও জমা করা হয়েছে। তদন্তকারী অফিসাররা এই ক্লিপিংসটি খুঁটিয়ে দেখেছেন।
ঘটনার সূত্রপাত অবশ্য সেই এপ্রিল মাসের। সেই সময়, রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন যুবি। সেখানেই চাহালের টিকটক ভিডিওর প্রসঙ্গে কথা বলতে গিয়ে যুবি জাতি বিদ্বেষী একটি মন্তব্য করে বসেন। বিষয়টির গুরুত্ব না বুঝেই। সেই সময়ে এই বিষয়টি নজর এড়িয়ে গেলেও সেই ভিডিওর বিতর্কিত ক্লিপটি কিছুদিন আগেই ফের একবার ভাইরাল হয়। আর তাতেই চটেছেন সমর্থকরা।

সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, রোহিত শর্মা হাসতে হাসতে চাহালকে লেগ পুল করলেও, যুবরাজ বিদ্বেষী মন্তব্য করে বসেন। এব্বং এতেই চটেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠছে, যুবরাজ ক্ষমা চাও। ইতিমধ্যেই ‘যুবরাজ মাফি মানগো’ হ্যাশট্যাগ জোড়া শব্দবন্ধনী টুইটারে ট্রেন্ডিং এবং ৩০ হাজার পোস্টও করা হয়েছে এই বিষয়ে। এখন দেখার বিষয় পুলিশ কি পদক্ষেপ নেন এই ঘটনায়।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading