Education Opinion

রয়েছে কড়া নিরাপত্তা, তাও প্রশ্নপত্রের ফাঁস রুখতে এগিয়ে আসতে হলো সংবাদমাধ্যমকেই।

এবার উচ্চমাধ্যমিক এ সাহায্যের প্রয়োজন হয়ে পড়লো সংবাদমাধ্যমের।

পল্লবী : আজ থেকে শুরু হচ্ছে উছ মাধ্যমিক পরীক্ষা। আর এবারে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে জোর কদমে কাজ শুরু করে দিয়েছে সংসদ। কিন্তু সংসদ জানিয়েছে, কোথাও প্রশ্নপত্র ফাঁস হলে, তা কোথা থেকে বেরচ্ছে, সেই ‘সোর্স’ সম্পর্কে সংবাদমাধ্যকেই উচ্চমাধ্যমিক সংসদকে জানাতে হবে। তারপর সংসদ প্রতিক্রিয়া দেবে। সংসদের এই কথা নিয়ে ভিন্ন মহলে এই নিয়ে উঠছে নানান প্রশ্ন। হটাৎ করে সংবাদ মাধ্যমেরই কেন সাহায্যের প্রয়োজন পড়লো সংসদের ?

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বন্ধ করে রাখা হয়েছিল ইন্টারনেট। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীনও ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংসদ । পরীক্ষাকেন্দ্রে মোবাইল ডিটেক্টর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে প্রতিটি পরীক্ষার্থীকে মেটার ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষা হলে একটিও মোবাইল নেই নিশ্চিত হলে, তারপরই প্রশ্নপত্র বণ্টন করা হবে বলে জানিয়েছে সংসদ।আবারো কড়া নজরে রয়েছে প্রত্যেক জন পরীক্ষার্থী।

মাধ্যমিক পরীক্ষায় যে ভুল গুলো হয়েছে, সেগুলি যাতে আবারও একবার না ঘটে সেই জন্য নেওয়া হচ্ছে সকল রকম ব্যবস্থা। নেওয়া হচ্ছে যথেচ্ছ রকম কড়া ব্যবস্থা। যাতে কোনোমতেই মাধ্যমিক পরীক্ষার মতো, উছমাধ্যমিক পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁস না হয়। আর যদি এই ধরনের কোনো অঘটন ঘটে, তাহলে তা কিভাবে হল তা খুঁজে বের করার দায়িত্ব এসে পড়েছে এখন সংবাদ মাধ্যমের উপর।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading