West Bengal

আরো কড়া নজরে লোকডাউন কন্টেনমেন্ট জোনে, তবে কি এতদিন আনলক ছিল ?

আগামীকাল বিকাল ৫টা থেকে এলাকাভিত্তিক কন্টেনমেন্ট জোন ও বাফার জোনে কড়া লকডাউন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পল্লবী কুন্ডু : কাল থেকে নতুন নিয়মে রাজ্যের কন্টেনমেন্ট জোন গুলিতে শুরু হচ্ছে লকডাউন। আনলক পর্যায়তে হু হু করে বেড়েছে সংক্রমণের হার। লাগাম টানা তো দূরের কথা ক্রমশ গুরুতর স্তরে পৌঁছে যাচ্ছে বর্তমান পরিস্থিতি। বুধবার বিকেল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৮৩৭। বাংলায় করোনায় মৃত বেড়ে ৮০৪।আর রাজ্যের পরিস্থিতির এরূপ অবস্থার পরিবর্তন ঘটাতেই আবারো রাজ্যের কন্টেনমেন্ট জোন গুলিতে কড়া-কড়ি ভাবে শুরু হবে লকডাউন।বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে নতুন করে আরও কড়া লকডাউনের ঘোষণা করে রাজ্য সরকার। শহর কলকাতার পাশাপাশি একাধিক জেলার কন্টেনমেন্ট জোনে আরও কিছু বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার পক্ষ থেকে যা জানানো হয়েছে তাতে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল বিকাল ৫টা থেকে এলাকাভিত্তিক কন্টেনমেন্ট জোন ও বাফার জোনে কড়া লকডাউন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন যে এলাকায় থাকবে সেখানে সব সরকারি ও বেসরকারি অফিস, শিল্প প্রতিষ্ঠান, কারখানা, বাজার-দোকান সমস্ত কিছুই বন্ধ থাকবে। কাউকেই বাড়ির বাইরে বেরোনয় অনুমতি দেওয়া হবে না। সেই এলাকায় যান চলাচলও বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে এই লকডাউন নিয়ে তুমুল বিতর্কে সামিল হয়েছে একাধিক মহল। সমালোচনায় সামিল হয়েছে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী

এই লকডাউনের বিষয়কে তুলে টুইটে তিনি প্রশ্ন তোলেন,’এ আবার নতুন কি ঘোষণা? কন্টেইনমেন্ট জোনে তো এমনিতেই লকডাউন।আবার বলতে হচ্ছে কেন? ব্যর্থতার স্বীকারোক্তি? যে সরকার কাল চিঠি দিল মেট্রোরেল চালাবার জন্য, পরের দিন তারাই বলছে কড়া লকডাউনের কথা ! যুক্তি, পরিকল্পনা কি? সার্কাস চলছে? সরকারের অপদার্থতায় ক্রমশ বিপদ বাড়ছে রাজ্যবাসীর।’ নতুন করে লকডাউন ঘোষণায় সমালোচনায় সরব হয়েছেন সুজন। তিনি সাফ বলেন যে, কন্টেনমেন্ট জোনে নতুন করে লকডাউনের কি মানে যেখানে আগে থেকেই লকডাউন চলছিল নাকি সেই জায়গা গুলি আনলক ছিল ?

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading