Entertainment

সবার ওপরে মনুষত্ব

সমাজের নিম্নবিত্ত মানুষদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী শাবানা আজমি

পল্লবী : দেশের এই সংকটকালীন পরিস্থতিতে ১৭২টি জেলার প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষের সহায়তায় এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। অ্যাকশন এইড ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে করোনাভাইরাসের প্রার্দুভাবে চরম সংকটে পড়া শ্রমিক এবং দিনমজুরদের রেশন, রান্না করা খাবার এবং যাবতীয় স্যানিটাইজেশন পণ্য বিলি করার দায়িত্ব নিয়েছেন শাবানা। এ প্রসঙ্গে শাবানা আজমির মন্তব্য, ‘অ্যাকশন এইড ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের ২১টি রাজ্যের ১৭২টি জেলার ১০ লক্ষেরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পেরে আমি গর্বিত এবং কৃতজ্ঞ। ত্রাণ হিসেবে রেশন, রান্না করা খাবার ও স্যানিটাইজেশন পণ্য সরবরাহ করছি আমরা। আপনারা যারা এই অনুদানে নিজেরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’

এর পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে দেশের প্রবীণ নাগরিকদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন শাবানা। এপ্রসঙ্গে দিন কয়েক আগেই নবপ্রজন্মের প্রশংসা করে বলিউড অভিনেত্রী জানিয়েছেন, সংকটকালীন পরিস্থিতিতে দেশের যুবসমাজ যে তত্‍পরতার সঙ্গে এগিয়ে এসেছে, তাতে গর্বিত তিনি। তাঁর মন্তব্য, ‘আগের থেকে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠেছে ওঁরা।’

দেশে করোনা রুখতে জারি হয়েছে লকডাউন এর ফলে সব থেকে সমস্যায় পড়েছে যারা তারা হলো সমাজের নিমবিত্ত মানুষেরা। যারা দিন আনে দিন খায় তাদের জন্য দিন কাটানো সত্যিই এখন খুব মুশকিলের হয়ে দাঁড়িয়েছে। কাজ বন্ধ টাকাও বন্ধ এদিকে বাড়িতে একাধিক পেট, চলবে কি করে ? তাই এই মুহূর্ত যে প্রত্তেকজন মানুষ আর্থিক দিক থেকে সচ্ছল তারা এগিয়ে আসছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ এখন সময় এসেছে সব ধর্মভুলে মনুষ্য ধর্মের জাগরণ ঘটানোর।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading