Nation

গত ২৪ ঘন্টায় নিহত ৯ জঙ্গী, জখম ভারতীয় সেনাও

করোনার কঠিন পরিস্থিতিতেও দমছে না জঙ্গীরা, চালাচ্ছে আক্রমন

@ দেবশ্রী : সারা বিশ্ব যখন এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখনও জঙ্গিরা দমছে না। ক্রমাগত চালিয়ে যাচ্ছে হামলা। রবিবারের পর, সোমবারে আবারও একবার ঘটে জম্মু-কাশ্মীরের সেনা-জঙ্গি সংঘর্ষ। এদিন ভোরে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে চার জঙ্গিকে নিকেশ করে সেনা। এই সংঘর্ষে জখম হয়েছেন দুই জওয়ান।

এই নিয়ে গত ২৪ ঘন্টায় দু’টি এনকাউন্টারের ঘটনায় নিহত হয় ন’জন জঙ্গি। নিহতদের পরিচয়পত্র খুঁটিয়ে দেখা হচ্ছে, আপাতত সংঘর্ষের ইতি হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের শীর্ষ পুলিশ কর্তা।

  • রবিবার সোপিয়ানের রেবান এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে ৫ জঙ্গীর মৃত্যু হয়েছে।
  • নিহত জঙ্গিদের একজন হিজবুল মুজাহিদ্দিনের শীর্ষ কমান্ডার বলে শনাক্ত করা হয়েছে।
  • বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা গেছে তাদের কাছে থেকে।
  • সম্প্রতি হিজবুল কমান্ডার নাইকু ও জইশ-ই-মহম্মদের ‘ফৌজি ভাইকে’ খতম করে সেনা।
    পুলিশ রেকর্ড অনুযায়ী বুধবার পর্যন্ত প্রায় ৭৫ জন জঙ্গি নিকেশ হয়েছে।

সোপিয়ানে সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে। আর সেই খবর পেয়ে সোমবার ভোরে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার পিনজোরা অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সূত্রের খবর, তল্লাশি করার সময়েই আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আর তখনই শুরু হয় সংঘর্ষ। নিহত হয় ৪ জঙ্গি।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading