Big Story
আচমকা দুর্গাপুর ইস্পাতকারখানা গ্যাস লিক, অসুস্থ ৭ জন
৪ জনের অবস্থা অতটা বিপদজনম না হলেও বাকি ৩ জনের অবস্থা আশঙ্কা জনক

তিয়াসা মিত্র : কিছু সময়ে আগেই দুর্গাপুর-এর এক ইস্পাত কারখানাতে রাসায়নিক গ্যাস লিক করে এবং সেই গ্যাস-এর গন্ধে অসুস্থ হয়ে পরে সেই কারখানার ঠিক শ্রমিকেরা। ইতিমধ্যেই তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সূত্রে জানা যাচ্ছে এদের মধ্যে ৪ জন শ্রমিক অসুস্থ তবে ভয়ের কিছু নেই কিন্তু ওপর দিকে ৩ জন শ্রমিকের অবস্থা আশঙ্কা জনক। জানা যাচ্ছে তাদের মধ্যে কয়েকজনের নাম অরূপ মজুমদার, পিনটু, অজয় চৌহান এবং সন্তোষ চৌহান।
এই ঘটনাটা এখনো অব্দি চিকিৎসকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব থেকে বোরো বিষয়ে এই গ্যাস লিক হওয়ার কারণ কি তার প্রাথমিক তদন্ত ইতিমধ্যে শুরু করেছে কারখানার অন্যান্যরা সোহো পুলিশও।