Nation

করোনা আতঙ্কে কিছুটা সুরাহা, উজ্জ্বলা যোজনায় বড়ো ঘোষণা

তেল সংস্থা EMI ডেফারমেন্ট স্কিমের মেয়াদ বেড়ে জুলাই ২০২০

পল্লবী কুন্ডু : উজ্জ্বলা যোজনায় গ্রাহকদের জন্য আবারো বড়ো ঘোষণা। জেনে নিন আপনার কতটা সাহায্যে আসবে এই ঘোষণার ফলাফল – সূত্রের খবর অনুযায়ী, তেল সংস্থা EMI ডেফারমেন্ট স্কিমের মেয়াদ আগামী এক বছর অর্থাত্‍ জুলাই ২০২০ পর্যন্ত বাড়াতে পারে। এর জের আগামী এক বছর পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্রাহকরা যারা এলপিজি সিলিন্ডার কেনেন তাদের ইএমআই-এর কোনও টাকা তেল সংস্থাকে দেওয়ার দরকার নেই । উজ্জ্বলা যোজনার স্কিম অনুযায়ী, আপনি যদি এলপিজি কানেকশন নিয়ে থাকেন তাহলে গ্যাস স্টোভ-সহ মোট ৩২০০ টাকা দিতে হবে । এর মধ্যে ১৬০০ টাকা ভর্তুকি সরকারের তরফে দেওয়া হয় আর বাকি ১৬০০ টাকা তেল সংস্থার তরফে দেওয়া হয় । কিন্তু ইএমআই-এর মাধ্যমে এই ১৬০০ টাকা গ্রাহকদের তেল সংস্থাকে ফেরত দিতে হয় । EMI এর স্ট্রাকচার এমন করে করা হয়েছে যে গ্রাহকদের আলাদা করে টাকা তেল সংস্থাকে দেওয়ার দরকার নেই ।

আপনি যদি এলপিজি সিলিন্ডার রিফিল করান তাহলে, সাবসিডির টাকা যেটা আপনার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আসার কথা, সেটা আপনার অ্যাকাউন্টে না এসে তেল সংস্থাকে দেওয়া হয় । এটা ততদিন দেওয়া হয় যতদিন আপনি ১৬০০ টাকা ফেরত না দিয়ে থাকেন । একবার এই টাকা পুরো ফেরত দেওয়া হয়ে গেলে ভর্তুকি আপনার অ্যাকাউন্টে আসতে শুরু করে দেবে। ১৪ কিলোর প্রথম ৬টি সিলিন্ডারে দিতে হবে না ইএমআই। পেট্রোলিয়াম মন্ত্রালয়ের নির্দেশে তেল সংস্থাগুলি EMI ডেফারমেন্ট স্কিম শুরু করতে চলেছে । এখানে ১৪ কিলোর সিলিন্ডার নিলে ১ বছরে প্রথম ৬টির ক্ষেত্রে দিতে হবে না ইএমআই । তবে EMI দিতে হবে ৭ নম্বর সিলিন্ডার থেকে । একই ভাবে ৫ কিলোর সিলিন্ডারের ক্ষেত্রে প্রথম ১৭টি সিলিন্ডারে দিতে হবে না ইএমআই । ১৮ নম্বর সিলিন্ডার থেকে দিতে হবে ইএমআই । ইএমআই না নিলে ভর্তুকি রেটে গ্রাহকরা সিলিন্ডার পাবেন ।

PMUY গ্যাস কানেকশন নেওয়ার জন্য দারিদ্র সীমার নীচে থাকা পরিবারের যে কোনও মহিলা এর জন্য আবেদন করতে পারবেন । এর জন্য KYC ফর্ম ফিলআপ করে নিকটবর্তী এলপিজি কেন্দ্রে জমা করতে হবে । জনধন অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর দিতে হবে । আবেদন করার সময় জানাতে হবে আপনি ১৪.২ না ৫ কেজির গ্যাস সিলিন্ডার নিতে চান । ফর্ম আপনি PMUY ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন বা এলপিজি কেন্দ্র থেকে নিতে পারেন। সূত্রের খবর, পেট্রোলিয়াম মন্ত্রক তেল সংস্থাগুলিকে স্ট্যাটাস রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছে । ২০১৯ এর পর যারা কানেকশন নিয়েছেন তারা এই সুবিধা পাবেন ।

তাহলে জানলেন তো আগত নানান সুযোগ সুবিধা। এবার এই প্রতিটি পরিষেবা পেতে স্থগিত সমস্ত কাজ সেরে ফেলুন চটপট এবং কোনোরকম জিজ্ঞেসাবাদ থাকলে এখনই যোগাযোগ করুন আপনার নিকটতম অফিসে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading