Uncategorized

একের পর এক তোপ, রাজনৈতিক মহলে চলছে চূড়ান্ত সংঘর্ষ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার বাক্যবাণ চালালেন কেন্দ্রীয় পেট্রোলিয়ম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

পল্লবী কুন্ডু : ওপরে সকলে এক থাকার ভঙ্গি দেখালেও ভেতরে প্রতিটি মুহূর্তেই সকল রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে এক উষ্ণ চাপানুতোর। শুধুমাত্র একটা মকার অপেক্ষায় আছে সকলে। সুযোগ পেলেই একে অপরকে দোষারুপ থেকে শুরু করে কথার তোপ সবকিছুই বর্ষণ করছেন। আর এবার আবারো সেই কথার মিসাইলের সামনে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার মুখ খুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়ম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।শনিবার উত্তরবঙ্গ বিজেপির ভার্চুয়াল সভায় তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে ছুড়ে দিলেন বাক্যবাণ। তিনি বললেন,’তৃণমূলকে লম্বা সময়ের জন্য কোয়ারেন্টাইনে পাঠাবে বাংলার আমজনতা।’

সেদিনের এই ভার্চুয়ালসভায় দিল্লি থেকে বাংলার শাসকদলকে এই ভাষায় আক্রমণ করলেন ধর্মেন্দ্র প্রধান। একইভাবে কলকাতায় রাজ্য বিজেপির সদর কার্যালয়েও ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতারা।আসলে আগত ২০২১-এর বিধানসভা ভোট যে সকলেরই মূল লক্ষ। করোনা আবহে প্রকাশ্য সমাবেশ করা যাচ্ছে না। কিন্তু ভোটার প্রচার থেকে শুরু করে বৈঠক কোনো কিছুই কিন্তু বন্ধ থাকছে না। ভার্চুয়াল মাধ্যমকেই সঙ্গে নিয়ে চলছে দেদার সংঘর্ষ। শুধু এই কেন্দ্রীয় মন্ত্রীই নন এর আগেও কেন্দ্রীয় পক্ষ থেকে বারংবার মুখ্যমন্ত্রীর দিকে নানান তির্যক মন্তব্য এসেছে।

তবে এদিন তোপের তীব্রতা আরো বাড়িয়ে দিয়ে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বললেন,’পরিযায়ী ইস্যুতে শ্রমিকদের সঙ্গে অমানবিক ব্যবহার করেছে তৃণমূলের সরকার। প্রথমে তো পরিযায়ীদের ফেরাতে টালবাহানা করেছিলেন মুখ্যমন্ত্রী।’এছাড়াও শাসকদল তৃণমূলের মদতে রাজ্যের একের পর এক দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। লকডাউনের জেরে রেশনে চাল ও পরে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি নিয়ে বাংলায় সীমাহীন দুর্নীতি চলেছে বলে অভিযোগ তোলেন ধর্মেন্দ্র প্রধান। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘করোনায় চাল ও আমফানে ত্রাণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতি করেছে শাসকদল। তৃণমূলকে এবার লম্বা সময়ের জন্য কোয়ারেন্টাইনে পাঠাবে বাংলার আমজনতা।’ সবে মিলিয়ে এক তুমুল রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা মহলে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading