Uncategorized

করোনার সাথে মোকাবিলা না করে মোদী করল স্যারেন্ডার, কটাক্ষ রাহুলের

দেশে করোনা পরিস্থিতি সঙ্কটজনক, তবে টনক নাকি নড়ছে না মোদির

দেবশ্রী কয়াল : আরও একবার প্রধানমন্ত্রীকে আক্রমন করে শানিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। করোনা ভাইরাস দ্রুত গতিতে যেন বেড়েই চলেছে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। অনেক নতুন নতুন এলাকাতেও দেখা দিচ্ছে করোনার উপস্থিতি। কিন্তু প্রধানমন্ত্রী কি করছে ? তিনি নিশ্চুপ হয়ে রয়েছেন। ট্যুইট করে তিনি বললেন, দেশের এমন কঠিন পরিস্থিতিতে, মহামারী করোনার সাথে লড়াই করার বদলে প্রধানমন্ত্রী আত্মসমর্পণ করে বসেছেন।

বিজ্ঞানী আইনস্টাইনের উক্তি তুলে ধরে এদিন রাহুল গান্ধী খোঁচা দিয়ে বলেন, অজ্ঞতার চেয়ে ভয়ানক আর একটি জিনিসই রয়েছে, তা হল দম্ভ। গালওয়ান ভ্যালিতে ভারত ও চিনের সংঘর্ষের পরে প্রধানমন্ত্রী লাদাখে ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা ঢোকার অভিযোগ খারিজ করার পরে রাহুল সারেন্ডার মোদি বলে কটাক্ষ করেছিলেন।আর এবারে করোনা নিয়ে কটাক্ষের সুরে আবারও প্রধানমন্ত্রীকে আক্রমন শানান রাহুল।

বর্তমানে দেশ বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে। এদিন নতুন করে ভারতে 18552 জন করোনা আক্রান্ত হয়েছেন। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মৃত্যু হয়েছে 384 জনের। আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৫ লক্ষ ছাড়িয়েছে ভারত। এদিকে এক সভায় আজ প্রধানমন্ত্রী বলেন অন্যান্য দেশের তুলনায় ভারত ভালো আছে। আদতে দেশ কোন পরিস্থিতিতে ?

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading