Entertainment

অবস্থা লকডাউন, তার মধ্যেই হচ্ছে নতুন এপিসোড।

নতুন দুটি বিশেষ এপিসোড নিয়ে হাজির ষ্টার জলসার 'সুপার সিঙ্গার' ও 'সুপার স্টার পরিবার'

@ দেবশ্রী : চলছে লকডাউন। কার্যত বন্ধ হয়েছে সকল শ্যুটিং। তাই এই লকডাউনের মরসুমে চলতি শোগুলোর প্রথম এপিসোড থেকে টেলিকাস্ট শুরু হয়েছে। আবার কিছু পুরানো সিরিয়াল হচ্ছে পুনঃসম্প্রচার। তবে এরই মধ্যে এরই মধ্যে স্টার জলসার দুটো শো ‘সুপার সিঙ্গার’ ও ‘সুপার স্টার পরিবার’-এর নতুন এপিসোড দেখাতে চলেছে।

‘সুপার সিঙ্গার’ বিশেষ এপিসোডের নাম ‘চেনা গান অন্য তাল’। পণ্ডিত তন্ময় বসু চেনা গানগুলি অন্য তালে গাওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন প্রতিযোগীদের। এই বিশেষ পর্বের আইডিয়াও ছিল তাঁর। এই প্রথম বার সাত জন প্রতিযোগী সবাই ‘সুপার ডুপার টপার’। বিচারক কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, জিত্‍ গঙ্গোপাধ্যায় গান শুনে প্রতিযোগীদের এই তকমাই দিলেন।

এখন শুটিং-এডিটিং সব বন্ধ। তাহলে কী ভাবে এপিসোড রেডি করা সম্ভব হল? ‘সুপার সিঙ্গার’-এর প্রযোজক এবং পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বললেন, ‘শুটিং আগেই হয়েছিল। এডিটিং, সাউন্ড মিক্সিং, সব যে যার বাড়িতে বসে করেছে। আগে সবাই একসঙ্গে এপিসোড দেখে ফাইনাল করতাম। এখন মোবাইলে একা একা বাড়িতে বসে ভিডিয়ো দেখে, সাউন্ড শুনে কিছু কারেকশন থাকলে ফোনে কথা বলে নিচ্ছি। এ ভাবেই সম্ভব হল কাজ।

এই দুই বিশেষ এপিসোড দেখা যাবে শনি ও রবিবার (৪ ও ৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায়।

এছাড়া দেখা যাবে ‘সুপার স্টার পরিবার’। এই বিশেষ দুটো এপিসোডের নাম দেওয়া হয়েছে ‘সুপার উইকেন্ড’। এই গেম শো’য়ে দেখা যায় বরের বাড়ি ও বউয়ের বাড়ির সদস্যদের মধ্যে প্রতিযোগিতা। উপস্থাপক শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মধ্যস্থতায় জমে ওঠে লড়াই।

নতুন এই শোয়ের বিষয়ে শ্রাবন্তী বললেন, ‘এক একটা ফ্যামিলি আসে, তাঁদের গল্প শুনি। খুব মজা লাগে। কত ইমোশনাল স্টোরিও থাকে, কত প্রবলেম থাকে মানুষের জীবনে। সেগুলো শুনে আমিও ইমোশনাল হয়ে যাই। খেলাগুলোও খুব মজার। উত্তর দিতে না পারলে মনে হয় আমি হেল্প করে দিই। কিন্তু নিয়ম অনুযায়ী আমি হেল্প করতে পারব না। তাই হিন্ট দিয়ে দিই। খুব খুশি হয় যাঁরা পারফর্ম করেন। এই দুই এপিসোডও
আগামি শনি ও রবিবার (৪ ও ৫ এপ্রিল) সন্ধ্যে সাড়ে ৭টায় দেখা যাবে এই শো।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading